আরও পড়ুন - SRH vs GT preview : আজ আইপিএলে উমরান বনাম ফার্গুসনের গতির লড়াই! কে জিতবে শেষে?
মোহনবাগানের মত ঐতিহ্যশালী ক্লাবের সমর্থকরা বিরাট শক্তি বুঝতে পেরেছেন তিনি। নিজে বার্সেলোনার মানুষ। তাই একটি শহরের ফুটবল প্রেমের নাড়ি বুঝতে অসুবিধা হয় না তার। এএফসি কাপের গ্রুপ পর্বে খেলার লক্ষ্যে মঙ্গলবার সল্টলেকের প্র্যাকটিস গ্রাউন্ডে পুরোদমে অনুশীলন শুরু করল এটিকে মোহন বাগান। এদিন প্রীতম-বোমাসরা প্রায় দুই ঘণ্টা অনুশীলন করেন।
advertisement
কোচ হুয়ান ফেরান্দো জানান, বসুন্ধরা বাংলাদেশের সেরা দল। তবে গোকুলামকে আরও শক্তিশালী মনে হচ্ছে। আই লিগে এখনও অপরাজিত তারা। ডুরান্ডেও ভাল পারফরম্যান্স করেছে। বসুন্ধরার তিনটি ম্যাচের ভিডিও ক্লিপিংস দেখেছি। ওদের বিদেশিরা বেশ ভাল মানের। বাংলাদেশ লিগে ওরা খেলার মধ্যে রয়েছে।
মালদ্বীপের মাজিয়ার চারটি ম্যাচের ভিডিও ক্লিপিংস দেখেছি। দলটির মধ্যে চোরা গতি রয়েছে। তাই গ্রুপ সেরা হয়ে পরের পর্বে খেলার জন্য আমাদের লড়াই করতে হবে। রয় কৃষ্ণা ছাড়া বাকি বিদেশিরা প্র্যাকটিসে হাজির ছিলেন। বাছাই পর্বে আবাহনী ম্যাচটি খেলতে কলকাতায় এসেছিলেন কার্ল ম্যাকহাগ।
তিনি আরটিপিসি-আর টেস্টে উত্তীর্ণ হতে পারেননি। এখন তিনি করোনামুক্ত। মোহনবাগান কোচ মনে করেন প্রথম দুটি ম্যাচে জয় পেলেও নিজেদের সেরা ফুটবল তুলে ধরতে পারেনি সবুজ মেরুন। তাই আসন্ন তিনটি ম্যাচে যুবভারতীতে আরো দৃষ্টিনন্দন এবং নিখুঁত ফুটবল তুলে ধরাই একমাত্র লক্ষ্য এটিকে মোহনবাগান কোচের।