TRENDING:

এই তো বিয়ে হল! মেহেন্দি ওঠার আগেই বিয়ে ভেঙে যাবে শোয়েব-সানার!

Last Updated:

Shoaib Malik-Sana Javed: শোয়েব মালিকের তিন নম্বর বিয়ে টিকবে না! এবার বড় দাবি এক জ্যোতিষীর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: এই তো বিয়ে হল তাঁদের। এখনও সানা জাভেদের হাত থেকে মেহেন্দির রঙ ওঠেনি হয়তো! এরই মধ্যে এমন খবর!
advertisement

সানিয়া মির্জার সঙ্গে তাঁর সম্পর্কের টানাপোড়েন চলছিল অনেকদিন ধরেই। শোনা যাচ্ছিল, তাঁদের ডিভোর্সের সম্ভাবনার কথা। তবে সেটা যে এত তাড়াতাড়ি হয়ে যাবে, তা হয়তো অনেকেই ভাবতে পারেননি। শোয়েব মালিক সবাইকে চমকে দেন এক ছবিতে।

সানা জাভেদ নামের এক পাক অভিনেত্রীকে বিয়ে করেন শোয়েব মালিক। সানিয়া মির্জার পরিবারের তরফে জানানো হয়, কয়েক মাস আগেই তাঁদের বিবাহবিচ্ছেদ হয়েছিল। তবে সানিয়া এই নিয়ে প্রকাশ্যে কোনও কথা বলতে চাননি। আসলে ব্যক্তিগত বিষয় তিনি সবার সামনে তুলতে চাননি।

advertisement

আরও পড়ুন- আবার বিয়ে করবেন সানিয়া? কেমন কাটবে টেনিস সুন্দরীর ভবিষ্যৎ! বড় ভবিষ্যদ্বাণী

শোয়েব মালিক তৃতীয় স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করার পর পরিস্থিতি এমন হয় যে সানিয়াকে মুখ খুলতেই হয়। জানা গিয়েছে, শোয়েবের পরকীয়া সম্পর্কে বিরক্ত ছিলেন সানিয়া। তা থেকেই ঝামেলার সূত্রপাত।

এবার এক জ্যোতিষী শোয়েব ও সানার সম্পর্ক নিয়ে যা বলেছেন, তা শুনলে আপনি চমকে উঠতে পারেন! ২০২২ সালে জ্যোতিষী জগন্নাথ গুরুজি জানিয়েছিলেন, শোয়েব মালিক ও সানিয়া মির্জার সম্পর্ক টিকবে না। সেটাই শেষমেষ হয়েছে। এবার তিনি বলছেন, সানা জাভেদ ও শোয়েব মালিকের এই বিয়েও টিকবে না।

advertisement

আরও পড়ুন- ভারতের ত্রিফলা স্পিন অ্যাটাকে ২৪৬-এ শেষ ইংল্যান্ড, ব্রিটিশদের মান বাঁচাল স্টোকস

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সেই জ্যোতিষী আরও দাবি করেছেন, ৩ থেকে ৫ বছরের মধ্যে সানা ও শোয়েবের সম্পর্কে ভাঙন হবে। তবে তাঁদের মধ্যে অশান্তির সূত্রপাত হতে পারে তারও আগে থেকে।

বাংলা খবর/ খবর/খেলা/
এই তো বিয়ে হল! মেহেন্দি ওঠার আগেই বিয়ে ভেঙে যাবে শোয়েব-সানার!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল