India vs England: ভারতের ত্রিফলা স্পিন অ্যাটাকে ২৪৬-এ শেষ ইংল্যান্ড, ব্রিটিশদের মান বাঁচাল স্টোকস

Last Updated:

India vs England 1st Test Live Score: হায়দরাবাদ টেস্টের প্রথম ইনিংসে ২৪৬ রানে অলআউট ইংল্যান্ড। ভারতের স্পিন অ্যাটাকের ত্রিফলার সামনে বেন স্টোকস ছাড়া লড়াই দিতে পারল না অন্য কোনও ব্রিটিশ ব্যাটার।

হায়দরাবাদ টেস্টের প্রথম ইনিংসে ২৪৬ রানে অলআউট ইংল্যান্ড। ভারতের স্পিন অ্যাটাকের ত্রিফলার সামনে বেন স্টোকস ছাড়া লড়াই দিতে পারল না অন্য কোনও ব্রিটিশ ব্যাটার। বেন স্টোকস ছাড়া লড়াই দিতে পারল না কোনও ব্রিটিশ ব্যাটার। ভারতের সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন অশ্বিন ও জাদেজা।
হায়দরাবাদে টস ভাগ্য সাথ দেয়নি রোহিত শর্মার। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। ওপেনিং জুটিতে অর্ধশতরানের পার্টনারশিপ করেন জ্যাক ক্রাউলি ও বেন ডাকেট। কিন্তু তারপর থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড।
শুরুর দিকে বেন ডাকেট ৩৫, জনি বেয়ারস্টো ৩৭ রান করেন। কিন্তু তারপর দলকে কার্যত একার হাতে টানেন বেন স্টোকস। একটা সময় ইংল্যান্ডেক স্কোর ২০০ পার হবে কিনা তা নিয়ে সন্দেহ ছিল। তবে স্টোকসের ৭০ রানের ইনিংসের সৌজন্য সম্মানজনক স্কোর করে ইংল্যান্ড।
advertisement
advertisement
হায়দরাবাদের উইকেটে যে স্পিনারদের জন্য স্বর্গরাজ্য হতে চলেছে তা বোঝা গিয়েছিল দিনের প্রথম সেশনেই। ১০টি উইকেটের মধ্যে ৮টি উইকেটই নেন স্পিনাররা। রবিচন্দ্রন অশ্বিন ৩টি ও রবীন্দ্র জাদেজা ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন অক্ষর প্যাটেল জসপ্রীত বুমরাহ।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
India vs England: ভারতের ত্রিফলা স্পিন অ্যাটাকে ২৪৬-এ শেষ ইংল্যান্ড, ব্রিটিশদের মান বাঁচাল স্টোকস
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement