TRENDING:

India vs Saudi Arabia: বুক চিতিয়ে লড়াই করছে সুনীল-সন্দেশ-ধিরাজরা, শক্তিশালী সৌদিকে প্রথমার্ধে রুখে দিল ভারত

Last Updated:

Asian Games 2023 India vs Saudi Arabia: এশিয়ান গেমসের শেষ ষোলো-র খেলার প্রথমার্ধে শক্তিশালী সৌদি আরবকে রুখে দিল ভারতীয় দল। ফিফা র‍্যাঙ্কিংয়ের ৫৭ নম্বর দলের বিরুদ্ধে চোয়াল চাপা লড়াই করল ১০২ নম্বর দেশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
এশিয়ান গেমস ফুটবলে শেষ ষোলো-র খেলার প্রথমার্ধে শক্তিশালী সৌদি আরবকে রুখে দিল ভারতীয় দল। ফিফা র‍্যাঙ্কিংয়ের ৫৭ নম্বর দলের বিরুদ্ধে চোয়াল চাপা লড়াই করল ১০২ নম্বর দেশ। যে দলের বিরুদ্ধে শেষ পাঁচটি ম্যাচে ১৮ গোল হজম করতে হয়েছিল ভারতকে, সেই সৌদি আরবের বিরুদ্ধে ম্যাচের প্রথমার্ধে স্কোর গোলশূন্য। সৌদি একাধিক গোলের সুযোগ তৈরি করলেও তা গোলে পরিণত করতে ব্যর্থ হয়। নিজেদের সেরাটা উজার করে দিয়ে লড়াই চালিয়ে যায় ভারত। দু-একবার গোল করার মত সুযোগ তৈরি করে ভারতীয় দলও। কিন্তু গোল আসেনি।
advertisement

এদিন যে কঠিন লড়াইয়ে মুখে পড়তে হবে তা আগে থেকেই জানতেন ইগর স্টিমাচ। রক্ষণ ও মাঝমাঠকে মজবুত রেখে প্রতিআক্রমণে যাওয়াক রণনীতি নেন ভারতীয় কোচ। ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ গড়ে তোলে সৌদি আরব। সন্দেশ, গুরকিরতরা রক্ষণ জমাটি রেখে লাগাতার আক্রমণ রুখতে থাকে। কয়েকবার কঠিন পরীক্ষীর মুখে পড়কে হয় গুরকিরাতকেও। তবে যেই দেশ বিশ্বকাপে মেসির আর্জেন্টিনাকে হারিয়েছিল, তাদের প্রথমার্ধে রুখে দেওয়াও কম নয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

বিস্তারিত আসছে…

বাংলা খবর/ খবর/খেলা/
India vs Saudi Arabia: বুক চিতিয়ে লড়াই করছে সুনীল-সন্দেশ-ধিরাজরা, শক্তিশালী সৌদিকে প্রথমার্ধে রুখে দিল ভারত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল