এদিন ম্যাচে ভারতের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। প্রথমে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা। কিন্তু সেই সিদ্ধান্ত একেবারে বুমেরাং হয়। ভারতের বোলিং অ্যাটাকের সামনে তাসের ঘরের মত ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন। ১৭.৫ ওভারে মাত্র ৫১ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ মহিলা দল। সর্বোচ্চ স্কোর অধিনায়ক নিগার সুলতানার ১২। দলের ৫ জন ক্রিকেটার আউট হন শূন্য রানে।
advertisement
ভারতের হয়ে এদিন রীতিমত আগুন ঝরান পুজা বস্ত্রকর। একাই ৪ টি উইকেট শিকার করেন বাংলাদেশের। এছাড়া ভারতীয় বোলিং অ্যাটাকে ১টি করে উইকেট নেন তিতাস সাধু, অমনজিৎ কউর, রাজেশ্বরী গায়কোয়াড় ও দেবিকা বৈদ্য। ৫২ রানের টার্গেট যে ভারত খুবই সহজে চেজ করে ফেলবে তা জানাই ছিল।
রান তাড়া করতে নেমে একটু ঠান্ডা মাথাতেই শুরু করেন দুই ভারতীয় ওপেনার শেফালি বর্মা ও স্মৃতি মন্ধনা। তবে ম্যাচ ফিনিশ করে আসতে পারেননি স্মৃতি। ৭ রান করেি আউট হন তিনি। ১৯ রানে প্রথম উইকেট পড়ে ভারতের। এর পর শেফালি বর্মা ও জেমাইমা রড্রিগেজ মিলে দলকে জয়ের দোরগোড়ায় নিয়ে যান। ৪০ রানে দ্বিতীয় উইকেট পড়ে। ১৭ রান করে আউট হন শেফালি। জেমাইমা ও কণিকা আহুজা মিলে দলকে জয় এনে দেন। ২০ রানে জেমাইমা ও ১ রানে কণিকা অপরাজিত থাকেন।