দীর্ঘ দিন পর রোহিতের রানে ফেরা বড় স্বস্তি ভারতীয় দলের। তবে একদিকে যেমন রোহিত শর্মা ও শ্রেয়স আইয়ারের ফর্মে ফেরা স্বস্তি দিয়েছে ভারতীয় দলকে। ঠিক তেমনই শুভমান গিল, বিরাট কোহলিদের রান না পাওয়া বাড়িয়েছে চিন্তা।
অ্যাডিলেডেও টস ভাগ্য সাথ দেয়নি ভারতীয় দলের। একদিনের ক্রিকেটে টানা ১৭তম টস হারল টিম ইন্ডিয়া। শুরুতেই শুভমান গিল ও বিরাট কোহলির উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। একদিনের ক্রিকেটে প্রথমবার পরপর দুটি ম্যাচে শূন্য করলেন বিরাট।
advertisement
২ উইকেট হারানোর পর ভারতীয় ইনিংসের রাশ ধরেন রোহিত শর্মা ও শ্রেয়স আইয়ার। প্রথম একটি ধীর গতিতে খেললেও, সেট হতেই বাড়ে রানের গতি। শতরানের পার্টনারশিপ গড়ে ভারতকে শক্ত ভিত গড়ে দেন দুই ব্যাটার।
আরও পড়ুনঃ IND vs AUS: রোহিত শর্মার ‘সিংহাসনে’ বসার চাপ! ওডিআইতে পরপর ব্যর্থ শুভমান গিল
রোহিত ভারতীয় দলের ইনিংসে সর্বোচ্চ ৭৩ রান করেন। শ্রেয়স আইয়ার করেন ৬১ রান। ১১৮ রান জুটিতে যোগ করেন তারা। কিন্তু দুই সেট ব্যাটার ফিরতেই ফের কিছুটা চাপ বাড়ে ভারতীয় ব্যাটিংয়ের।
এরপর ভারতীয় দলের ব্যাটিংয়ে ৪১ রানের উল্লেখযোগ্য অবদান রাখেন অক্ষর প্যাটেল। পাঁচ নম্বরে ব্যাটিং করতে নেমে ফের নজর কাড়েন তিনি। এছাড়া শেষের দিকে স্লগ ওভারে ২৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন হর্ষিত রানা।