এই ইভেন্টে পদক জয় আগেই নিশ্চিৎ ছিলষ এবার তা সোনা হয় না রুপো সেটাই ছিল দেখারষ ফাইনের ভারতের জ্যোতি সুরেখা ভেন্নাম ও কোরিয়ার চিয়েউনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। তবে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একের পর এক লক্ষ্যভেদ করতে থাকেন জ্যোতি। মাঝে একটা সময় সমানে সমানে টক্কর দিচ্ছিলেন কোরিয়ার প্রতিপক্ষ। তবে শেষ পর্যন্ত ১৪৯-১৪৫ ব্যবধানে জয়ের হাসি হাসেন ভারতীয় তিরন্দাজ। মিক্সড টিম, মহিলাদের দলগত ও এবার ব্যক্তিগত কম্পাউন্ড বিভাগে সোনা জিতে ইতিহাসের পাতায় নাম লেখালেন জ্যোতি।
advertisement
প্রসঙ্গত, এশিয়ান গেমসে ভারতীয় ক্রীড়াবিদরা ইতিমধ্যেই ঐতিহাসিক পারফরম্যান্স করেছেন। একশো পদক নিশ্চিৎ করার পাশাপাশি তা আরও কতটা বেশি করা যায় সেটাই শেষ দিনে লক্ষ্য ভারতীয় অ্যাথলিটদের। শেষ দিনে কুস্তি, ক্রিকেট, টেনিস, ব্যাডমিন্টন, কবাডি সহ একাধিক ইভেন্টে পদক জয়ের সম্ভাবনা রয়েছে। আর দিনের শুরুটা সোনা ও ব্রোঞ্জ জিতে দুরন্তভাবে করে দিলেন জ্যোতি সুরেখা ভেন্নাম ও অদিতি স্বামী।