TRENDING:

Asian Games 2023: মহিলাদের তিরন্দাজিতে সোনা জিতলেন জ্যোতি, একই ইভেন্টে ব্রোঞ্জ অদিতির

Last Updated:

এশিয়ান গেমসের শেষ দিনটা দুরন্ত শুরু করল ভারত। শুক্রবারই নিশ্চিৎ হয়ে গিয়েছিল ভারতের একশো পদক জয়। শেষ দিনে সকাল সকাল এল সোনা। মহিলাদের তিরন্দাজির কম্পাউন্ড ব্যক্তিগত বিভাগে সোনা জিতলেন জ্যোতি সুরেখা ভেন্নাম। Asian Games 2023 India s Jyothi Surekha Vennam won Gold Medal in Archery Womens Individual Compound Event.

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
এশিয়ান গেমসের শেষ দিনটা দুরন্ত শুরু করল ভারত। শুক্রবারই নিশ্চিৎ হয়ে গিয়েছিল ভারতের একশো পদক জয়। শেষ দিনে সকাল সকাল এল সোনা। মহিলাদের তিরন্দাজির কম্পাউন্ড ব্যক্তিগত বিভাগে সোনা জিতলেন জ্যোতি সুরেখা ভেন্নাম। ফাইনালে কোরিয়ার প্রতিপক্ষকে হারিয়ে সোনা জেতেন জ্যোতি। ম্যা চের ফলাফল জ্যোতি ১৪৯, এবং চিয়েউন ১৪৫। তিরন্দাজির একই ইভেন্টে ব্রোঞ্জ জেতেন অদিতি স্বামী।
মহিলাদের তিরন্দাজিতে সোনা জিতলেন জ্যোতি
মহিলাদের তিরন্দাজিতে সোনা জিতলেন জ্যোতি
advertisement

এই ইভেন্টে পদক জয় আগেই নিশ্চিৎ ছিলষ এবার তা সোনা হয় না রুপো সেটাই ছিল দেখারষ ফাইনের ভারতের জ্যোতি সুরেখা ভেন্নাম ও কোরিয়ার চিয়েউনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। তবে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একের পর এক লক্ষ্যভেদ করতে থাকেন জ্যোতি। মাঝে একটা সময় সমানে সমানে টক্কর দিচ্ছিলেন কোরিয়ার প্রতিপক্ষ। তবে শেষ পর্যন্ত ১৪৯-১৪৫ ব্যবধানে জয়ের হাসি হাসেন ভারতীয় তিরন্দাজ। মিক্সড টিম,  মহিলাদের দলগত ও এবার ব্যক্তিগত কম্পাউন্ড বিভাগে সোনা জিতে ইতিহাসের পাতায় নাম লেখালেন জ্যোতি।

advertisement

advertisement

আরও পড়ুন: Shubman Gill Health Update: কেমন আছেন ডেঙ্গি আক্রান্ত শুভমান গিল! প্রথম ম্যাচে কি খেলবেন তিনি? বড় আপডেট দিলেন দ্রাবিড়

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রসঙ্গত, এশিয়ান গেমসে ভারতীয় ক্রীড়াবিদরা ইতিমধ্যেই ঐতিহাসিক পারফরম্যান্স করেছেন। একশো পদক নিশ্চিৎ করার পাশাপাশি তা আরও কতটা বেশি করা যায় সেটাই শেষ দিনে লক্ষ্য ভারতীয় অ্যাথলিটদের। শেষ দিনে কুস্তি, ক্রিকেট, টেনিস, ব্যাডমিন্টন, কবাডি সহ একাধিক ইভেন্টে পদক জয়ের সম্ভাবনা রয়েছে। আর দিনের শুরুটা সোনা ও ব্রোঞ্জ জিতে দুরন্তভাবে করে দিলেন জ্যোতি সুরেখা ভেন্নাম ও অদিতি স্বামী।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Asian Games 2023: মহিলাদের তিরন্দাজিতে সোনা জিতলেন জ্যোতি, একই ইভেন্টে ব্রোঞ্জ অদিতির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল