দুবাই : জিতেও ট্রফি ভারত নেয়নি। ট্রফি ছাড়াই চলেছে এশিয়া কাপ জয়ের সেলিব্রেশন। কিন্তু প্রশ্ন হল, ভারত যে ট্রফিটা নিল সেটা গেল কোথায়!
ভারতীয় বোর্ডের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান হলেও পাক বোর্ডের চেয়ারম্যান তথা সেদেশের মন্ত্রী নকভির হাত থেকে ট্রফি নেবে না টিম ইন্ডিয়া। নকভি অবশ্য এদিন পুরস্কার বিতরণী মঞ্চ গিয়ে অপেক্ষা করেন। তবে ভারতীয় ক্রিকেটাররা মঞ্চে যাননি।
advertisement
এখন প্রশ্ন, এশিয়া কাপের ট্রফি গেল কোথায়? ম্যাচ শেষ হওয়ার পর জানা যায়, এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি মাঠ ছাড়ার সময় ট্রফি নিয়ে গিয়েছেন। এক ভিডিওতে দেখা গিয়েছিল, নকভি একটি রুপোলি মোড়কে ট্রফি জড়িয়ে মাঠ ছাড়ছেন। এর পর ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ শইকীয়া পরিষ্কার বলে দিয়েছিলেন, নকভি ট্রফি নিয়ে পালিয়েছেন।
এবার জানা গেল, এশিয়া কাপের ট্রফি রয়েছে দুবাইয়ে এসিসি-র সদর দফতরে। এটি দুবাইয়ের যে স্টেডিয়ামে ফাইনালে হল, সেখান থেকে মাত্র চার কিলোমিটার দূরে। এই বিল্ডিং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সদর দফতরের সমনে। তবে নকভিই ট্রফি এসিসি-র দফতরে লুকিয়ে রেখেছিলেন কিনা, তা অবশ্য জানা যায়নি।
আরও পড়ুন- এই যে পালালেন এশিয়া কাপের ট্রফি নিয়ে, কে এই মহসিন নকভি? তাঁর আরও কাণ্ড আছে!
বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া বলেছিলেন, “আমরা ওর হাত থেকে ট্রফি নেব না বলে আগেই ঠিক করেছিলাম। তার মানে এই নয় যে উনি ট্রফি নিয়ে পালিয়ে যাবেন। আশা করি দ্রুত ট্রফি আর মেডেলগুলো ভারতে ফিরিয়ে দেওয়া হবে।” এই নিয়ে বিসিসিআই আইসিসির কাছে নালিশ করেছে।