“চ্যাম্পিয়ন দলকে ট্রফি দেওয়া হল না। আমার এতদিনের ক্রিকেট কেরিয়ারে কোনওদিন এরকম দেখিনি।” ফাইনাল ম্যাচ আক্ষেপের সুরে বলছিলেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। তার পরই তিনি বলেন, “আমার ট্রফি ড্রেসিংরুমে রয়েছে। যে ১৫ জন আমরা খেলছি, আমাদের সাপোর্ট স্টাফ সবাই আমার ট্রফি।”
ভারতীয় বোর্ডের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান হলেও পাক বোর্ডের চেয়ারম্যান তথা সেদেশের মন্ত্রী নকভির হাত থেকে ট্রফি নেবে না টিম ইন্ডিয়া। নকভি অবশ্য এদিন পুরস্কার বিতরণী মঞ্চ গিয়ে অপেক্ষা করেন। তবে ভারতীয় ক্রিকেটাররা মঞ্চে যাননি।
advertisement
ম্যাচের সেরা তিলক বর্মা, প্রতিযোগিতার সেরা অভিষেক শর্মা বা সেরা গেমচেঞ্জার কুলদীপ যাদব ব্যক্তিগত পুরস্কার নিলেন। অভিষেকের পুরস্কার নেওয়ার পরই শেষ হল অনুষ্ঠান। সঞ্চালক সাইমন ভুল বলে দিলেন, “চ্যাম্পিয়ন টিম পুরস্কার গ্রহণ করতে আসবে না বলেই এশীয় ক্রিকেট কাউন্সিল থেকে আমাকে জানানো হয়েছে। অতএব এই অনুষ্ঠান শেষ এখানেই করছি।”
আরও পড়ুন- হারার পরও লজ্জা নেই! ফাইনাল শেষে এমন ‘অসভ্যতা’ করল পাকিস্তান! ফাঁস করল ভারতীয় বোর্ড
নকভির বদলে আর কোনও এসিসি কর্তাকে দিয়ে ট্রফি দেওয়ার কথা ভাবা হয়নি। ফলে ভারত জিতেও ট্রফি নিল না। বিসিসিআই অভিযোগ করে বলেছে, এসিসি প্রেসিডেন্ট নকভি ট্রফি চুরি করেছেন।! বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া বলেছেন, “আমরা ওর হাত থেকে ট্রফি নেব না বলে আগেই ঠিক করেছিলাম। তার মানে এই নয় যে উনি ট্রফি নিয়ে পালিয়ে যাবেন। আশা করি দ্রুত ট্রফি আর মেডেলগুলো ভারতে ফিরিয়ে দেওয়া হবে।” এই নিয়ে বিসিসিআই আইসিসির কাছে নালিশ করেছে।