TRENDING:

Ind vs Ban Asia Cup : বাংলাদেশ কি 'দ্বিতীয় শাকিব' পেয়ে গেল? ভারতের বিরুদ্ধে চোখে চোখ রেখে বোলিং, এই বোলার দেখার মতো

Last Updated:

Ind vs Ban Asia Cup- এদিন তানজিম নিলেন একটি উইকেট। তিলক বর্মাকে আউট করেন। তবে তাঁকে ছাপিয়ে দুরন্ত বোলিং করলেন রিশাদ হোসেন। বাংলাদেশের হয়ে ২৭ রানে ২ উইকেট নিয়ে ইনিংসের সেরা বোলার রিশাদ হোসেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
News18
News18
advertisement

দুবাই : এখন দুই দলের লড়াই যেন স্নায়ুর যুদ্ধ! আজ সেই যুদ্ধ আবার দুবাইতে। এশিয়া কাপের সুপার ফোরে মুখোমুখি ভারত-বাংলাদেশ।

মাঠে ও মাঠের বাইরে দুই দলের মধ্যে উত্তেজনার ঘাটতি নেই। সূর্যকুমার যাদবের দল এখনও টুর্নামেন্টে অপরাজিত। ভারতীয় দল শেষ ৩২ ম্যাচে হেরেছে মাত্র তিনটিতে!

গত কয়েক মাসে বারবার শাকিব আল হাসানের অভাব বোধ করেছেন বাংলাদেশ। তাঁর মতো অলরাউন্ডার না থাকায় বারবার বড় মঞ্চে বাংলাদেশকে দেখে দুর্বল বলে মনে হয়েছে। তবে অনেকে বলছেন, এতদিনে বাংলাদেশ একজন যুতসই পেসার পেয়েছে। যে পেসার বিপক্ষ দলের ব্যাটারদের বিরুদ্ধে চোখে চোখ রেখে বোলিং করছেন। 

advertisement

তিনি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে অভিষেক শর্মা এবং বিরাট কোহলিকে আউট করে সবার নজর কেড়েছিলেন। পেসার তানজিম হাসান সাকিব। দুবাইয়ের স্লো পিচে শরীফুলের বদলে আজ দেখা গেল আগ্রাসী পেসার তানজিম হাসান সাকিবকে। এশিয়া কাপে তিনটি ম্যাচ খেললেন তানজিম হাসান সাকিব।

হংকংয়ের বিপক্ষে ২১ রানে ২ উইকেট আর শ্রীলঙ্কার বিরুদ্ধে নিয়েছিলেন ২৩ রানে ১ উইকেট। তাঁর আগ্রাসনের প্রশংসা করেছিলেন অনেকে। এরপর আর একাদশে জায়গা হয়নি তাঁর। তবে আজ ভারতের বিপক্ষে একাদশে সাকিব খেললেন। তাঁকে খেলানোর আর্জি জানান ভারতীয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে।

advertisement

এদিন নতুন বলে দারুণ শুরু করেছিলেন তানজিম হাসান সাকিব। প্রথম ওভারে মাত্র ৩ রান দিয়েছিলেন তিনি। পরের ওভারেই স্পিন আক্রমণে যায় বাংলাদেশ। ইনিংসের তৃতীয় ওভারেই উইকেটের সম্ভাবনা তৈরি করেছিলেন সাকিব। কিন্তু উইকেটের পেছনে ক্যাচ ফেলেন জাকের আলি।

আরও পড়ুন- বাংলাদেশের যে পেসারকে আজ ভয়…! বিরাটকে আউট করে খুব হম্বিতম্বি করেছিলেন সেদিন

advertisement

এদিন তানজিম নিলেন একটি উইকেট। তিলক বর্মাকে আউট করেন। তবে তাঁকে ছাপিয়ে দুরন্ত বোলিং করলেন রিশাদ হোসেন। বাংলাদেশের হয়ে ২৭ রানে ২ উইকেট নিয়ে ইনিংসের সেরা বোলার রিশাদ হোসেন। এমনকী ফিল্ডিংয়েও তিনি অবদান রাখেন।

সেরা ভিডিও

আরও দেখুন
দু'দশকে বেতন পাননি এক টাকাও, কিন্তু সময় হলেই স্কুলে হাজির হন শিক্ষার ঝুলি নিয়ে
আরও দেখুন

বাংলা খবর/ খবর/খেলা/
Ind vs Ban Asia Cup : বাংলাদেশ কি 'দ্বিতীয় শাকিব' পেয়ে গেল? ভারতের বিরুদ্ধে চোখে চোখ রেখে বোলিং, এই বোলার দেখার মতো
Open in App
হোম
খবর
ফটো
লোকাল