TRENDING:

IND vs UAE: ভারতীয় দল ব্যস্ত অনুশীলনে, একাকী গাছের নীচে বসে সঞ্জু স্যামসন! কারণটা কী?

Last Updated:

Asia Cup 2025, IND vs UAE: গৌতম গম্ভীর টিম ইন্ডিয়ার হেড কোচ হওয়ার পর থেকেই সঞ্জু যেন নতুনভাবে সুযোগ পেতে শুরু করেছিলেন। তবে সময় এখন আবার বদলে গিয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুবাই: ভারতীয় ক্রিকেটে সঞ্জু স্যামসনের ভাগ্য যেন বারবার পরীক্ষা নিচ্ছে। গৌতম গম্ভীর টিম ইন্ডিয়ার হেড কোচ হওয়ার পর থেকেই সঞ্জু যেন নতুনভাবে সুযোগ পেতে শুরু করেছিলেন। আগের কোচ রাহুল দ্রাবিড়ের সময়ে তিনি একাধিকবার উপেক্ষিত হলেও, গম্ভীরের আস্থায় তিনি ফের জায়গা করে নেন। গত ১০ ইনিংসে ৩টি শতরান করে সেই বিশ্বাসের মূল্যও দেন তিনি।
News18
News18
advertisement

তবে সময় এখন আবার বদলে গিয়েছে। সংযুক্ত আরব আমিরশাহিতে শুরু হতে যাওয়া এশিয়া কাপের আগে অনুশীলনে পাওয়া একাধিক ইঙ্গিত বলছে, প্রথম একাদশ থেকে ছিটকে যেতে পারেন এই কেরলের এই উইকেটকিপার-ব্যাটার। সোমবার সন্ধ্যায় দুবাইয়ের আইসিসি ক্রিকেট অ্যাকাডেমিতে নেট প্র্যাকটিসে সবার আগে উপস্থিত হয়েও সঞ্জু ব্যাট হাতে সুযোগ পাননি।

প্র্যাকটিস চলাকালীন হেড কোচ গম্ভীর এসে প্রায় তিন মিনিট সঞ্জুর সঙ্গে আলাদা করে কথা বলেন। তাদের কথাবার্তার ভঙ্গিমা দেখে বোঝা যাচ্ছিল, ব্যাটিং নিয়ে কোনো গুরুতর বার্তা দেওয়া হচ্ছে। এরপর সঞ্জুকে আর ব্যাটিং নেটসে দেখা যায়নি। তিনি চুপচাপ আইস বক্সের পাশে গাছের নীচে বসে দলের অন্যান্যদের অনুশীলন দেখতে থাকেন।

advertisement

অন্যদিকে, জিতেশ শর্মাকে নিয়ে গম্ভীরের পরিকল্পনা স্পষ্ট হতে শুরু করেছে। হার্দিক, তিলক, শিভমদের সঙ্গে জিতেশ যখন নিয়মিত ব্যাটিং প্র্যাকটিসে ব্যস্ত, তখন সঞ্জুর এমন অনুপস্থিতি স্পষ্ট বার্তা বহন করছে। দলে ব্যাটিং অলরাউন্ডার এবং ফিনিশারের গুরুত্ব বাড়ায় জিতেশ হয়তো সঞ্জুর জায়গা দখল করে নিয়েছেন।

সহ-অধিনায়ক শুভমন গিল, অধিনায়ক সূর্যকুমার যাদব এবং অভিষেক শর্মা—সবারই বারবার ব্যাটিং প্র্যাকটিসে সুযোগ মিললেও সঞ্জুকে দেখা যায়নি একবারও। দলের মধ্যে তার প্রতি আস্থার অভাব কি ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে? সঞ্জু স্যামসনের অভিব্যক্তি দেখেও বোঝা যাচ্ছিল তিনি হতাশ।

advertisement

শুধু শেষ দিকে, সব খেলোয়াড়ের প্র্যাকটিস শেষে, নেট বোলারের কাছ থেকে কিছু বল খেলার সুযোগ পান সঞ্জু। তবে সেটাও ছিল অনেকটাই নিয়মরক্ষার মতো। এমন পরিস্থিতি স্বাভাবিকভাবেই তার মানসিকতায় প্রভাব ফেলতে পারে। শুভমান গিল ফেরত আসাতেই ওপেনিংয়ে সঞ্জু সম্ভাবনা কমে যায়। লোয়ার অর্ডারে তার পারফরম্যান্স খুব একটা ভাল নয়।

আরও পড়ুনঃ কেন জার্সি নম্বর ৭৭? প্রিয় তিনটি জিনিস থেকে প্রিয় বন্ধু, জন্মদিনে অজানা সব তথ্য জানালেন গিল

advertisement

ভারত ১০ সেপ্টেম্বর নিজেদের প্রথম ম্যাচ খেলবে সংযুক্ত আরব আমিরশাহির বিপক্ষে। সেই ম্যাচে সঞ্জু স্যামসনের না খেলা এখন প্রায় নিশ্চিত বলেই মনে করছেন বিশ্লেষকরা। গম্ভীরের যুগে শুরুটা ভালই হয়েছিস সঞ্জু স্যামসনের। এবার দেখার ওপেনিংয়ে কেউ ফ্লপ করলে সঞ্জু নিজের জায়গা ফিরে পান কিনা।

বাংলা খবর/ খবর/খেলা/
IND vs UAE: ভারতীয় দল ব্যস্ত অনুশীলনে, একাকী গাছের নীচে বসে সঞ্জু স্যামসন! কারণটা কী?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল