এশিয়া কাপ ২০২৫-এ ভারতীয় দল প্রথম ম্যাচে রিঙ্কু সিং ও সঞ্জু স্যামসনকে বাইরে রেখে প্রথম একাদশ গড়তে পারে। বিশেষ করে সঞ্জু স্যামসনের বাইরে থাকার কারণ হলো শুভমন গিলের সহঅধিনায়ক হিসেবে দলে ফেরা। ফলে সঞ্জু ভাল ফর্মে থাকলেও তাকে বেঞ্চেই থাকতে হবে।
অভিষেক শর্মা ওপেনিংয়ে শুভমন গিলের সঙ্গে জুটি বাঁধবেন। বিশ্বের সেরা টি-২০ ব্যাটসম্যানদের মধ্যে একজন হওয়ার পাশাপাশি অভিষেকের পার্টটাইম বোলিং অপশন দলের জন্য কার্যকরী হতে পারে। গিল-অভিষেক রাইট-লেফট ব্যাটিং কম্বিনেশন ভারতের ব্যাটিং লাইনআপকে আরও শক্তিশালী করবে। এছাড়াও, তিলক বর্মা তৃতীয় নম্বরে নিজের স্থান নিশ্চিত করে রেখেছেন, যদিও তার সাম্প্রতিক পারফরম্যান্স কিছুটা ওঠানামা করেছে।
advertisement
অধিনায়ক সুর্যকুমার যাদব চার নম্বরে থাকবেন এবং দলের ব্যাটিং আক্রমণের মেরুদণ্ড হিসেবে কাজ করবেন। তিনি ব্যাটিংয়ের পাশাপাশি দলের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। পঞ্চম নম্বরে অক্ষর প্যাটেল থাকবেন, যিনি ইতোমধ্যেই টি-২০ ক্রিকেটে অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রমাণ করেছেন।
হার্দিক পান্ডিয়া অলরাউন্ডার হিসেবে ফিনিশিং এবং অতিরিক্ত পেস বোলিংয়ের দায়িত্ব নেবেন। তার অভিজ্ঞতা ও দক্ষতা দলকে টুর্নামেন্টে দলকে সাফল্য পেতে সহায়তা করবে। অন্যদিকে, উইকেটকিপার জিতেশ শর্মা যদি সঞ্জু স্যামসন সুযোগনা পান, তাহলে প্রথম পছন্দ হিসেবে দলে থাকবেন।
বোলিং বিভাগে কুলদীপ যাদব স্পিন আক্রমণের নেতৃত্ব দেবেন, যিনি টার্নিং পিচে দলকে বিশেষ সুবিধা দিতে পারবেন। বামহাতি পেসার অর্শদীপ সিং ও জসপ্রীত বুমরাহ ভারতীয় বোলিং আক্রমণের প্রাণ। বুমরাহের নেতৃত্ব ও দক্ষতার উপরই ভারতের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা নির্ভরশীল। এছাড়াও, বরুণ চক্রবর্তী টার্নিং পিচে মিস্ট্রি স্পিন বোলিং করে প্রতিপক্ষকে সমস্যায় ফেলবেন।
আরও পড়ুনঃ Asia Cup 2025: চ্যাম্পিয়ন দলের ৭ খেলোয়ার নেই! এশিয়া কাপে কঠন চ্যালেঞ্জের মুখে সূর্য-গম্ভীর
এক ঝলকে দেখে নিন এশিয়া কাপের প্রথম ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ: শুভমান গিল, অভিষেক শর্মা, তিলক বর্মা, সূর্যকুার যাদব, অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া, জিতেশ শর্মা, কুলদীপ যাদব, অর্শদীপ সিং, জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী।