বৃষ্টির জন্য কিছুক্ষণ বন্ধ ছিল এদিন ম্যাচ। বৃষ্টি থামার পর খেলা শুরু হতেই আফ্রিদি-জুজুতে ভয়ে কাঁটা ভারতের বিশ্ববিখ্যাত ব্যাটিং অর্ডার। পর পর ভারতীয় দলের দুই তারকাকে তুলে নিলেন পাক পেসার শাহিন আফ্রিদি।
শাহিন আফ্রিদির ইন সুইং বুঝতে ভুল করলেন রোহিত। ক্লিন বোল্ড হলেন ভারতীয় অধিনায়ক। বিরাট কোহলির অবশ্য কপাল খারাপ। প্লেইড-অন হলেন। বল উইকেট থেকে কিছুটা দূরে ছিল। বিরাট খেলতে গিয়ে বল টেনে নিলেন ভেতরের দিকে।
advertisement
আরও পড়ুন- পাকিস্তানের বিরুদ্ধে আগুন ঝরাবে কোহলির ব্যাট! একাধিক রেকর্ড গড়ার সুযোগ বিরাটের
পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলির পারফরম্যান্স বরাবর দুর্দান্ত থাকে। তবে এদিন সেই রেকর্ড বদলে গেল। বিরাট এদিন করলেন মাত্র ৪ রান। রোহিত শর্মা ১১। প্রথম থেকেই রোহিতকে কিছুটা নড়বড়ে দেখাচ্ছিল। শেষমেশ সেই পাক পেসারের কাছেই উইকেট দিয়ে এলেন ভারতীয় ক্যাপ্টেন।
এর আগেও রোহিত শর্মাকে আউট করেছেন শাহিন। বারবার যেন শাহিন আফ্রিদির কাছেই আটকে যাচ্ছেন রোহিত। পাক পেসারকে সামলাবেন বলে আলাদা করে বিশেষ অনুশীলন করেছিলেন রোহিত। তাতেও শেষরক্ষা হল না।
আরও পড়ুন- পাকিস্তানের বিরুদ্ধে টস জিতল ভারত, ব্যাটিংয়ের সিদ্ধান্ত রোহিতের, দলে রয়েছে চমক
শুভমান গিল অবশ্য এখনও দলকে টানছেন। অফ ও অন, দুদিকেই খেলছেন সাবলীলভাবে। তাঁকে সঙ্গ দিচ্ছেন শ্রেয়স আইয়ার। এখন এই দুজনের দিকেই তাকিয়ে ভারতীয় দল। দুজনের মধ্যে একজনও বড় ইনিংস না খেললে বড় সমস্যায় পড়তে পারে টিম ইন্ডিয়া।