TRENDING:

Asia Cup 2023 Bangladesh vs Sri Lanka: এশিয়া কাপে আজ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, লঙ্কান লায়ন্সদের ঘরের মাঠে গর্জন করতে তৈরি বাংলা টাইগার্সরা

Last Updated:

Asia Cup 2023 SL vs BAN Match Preview : এশিয়া কাপে বৃহস্পতিবার ঘরের মাঠে নামতে চলেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। প্রতিপক্ষ সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কা দলের সবথেকে বড় শত্রু হয়ে ওঠা বাংলাদেশ। জয় দিয়ে প্রতিযোগিতা শুরু করাই লক্ষ্য দুই দলের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ক্যান্ডি: এশিয়া কাপে বৃহস্পতিবার ঘরের মাঠে নামতে চলেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। প্রতিপক্ষ সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কা দলের সবথেকে বড় ‘শত্রু’ হয়ে ওঠা বাংলাদেশ। বিগত কয়েক বছরে দুই দলের মাঠের ভিতর ও বাইরের সম্পর্ক খুব একটা ভাল নয়। সৌজন্যে ‘নাগিন ডান্স’। তবে এবার এশিয়া কাপে দুুই দেশই আমনে-সামনে হওয়ার আগে শান্তির বার্তা দিয়েছেন। এশিয়া কাপের মঞ্চে ভাল পারফর্ম করে বিশ্বকাপের প্রস্তুতি সেরে রাখাই লক্ষ্য দাসুন শানাকা ও শাকিব আল হাসানের দলের।
advertisement

গতবার মরুদেশে ভারত-পাকিস্তানের মত হেভিওয়েট দলকে হরিয়ে চমক দিয়েছিল লঙ্কান লায়ন্সরা। এশিয়া সেরে হয়ে ক্রিকেট বিশ্বকে জানান দিয়েছিল শ্রীলঙ্কা এখনও বড় প্রতিযোগিতা জেতার ক্ষমতা রাখে। সম্প্রতি বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচেও অনবদ্য পারফর্ম করে টিকিট পাকা করে ফেলেছে শ্রীলঙ্কা। এবার ঘরের মাঠের অ্যাডভান্টেজ নিয়ে এশিয়া কাপে আরও একবার নিজেদের সেরাটা দেওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী দাসুন শানাকা, চারিথ আসালঙ্কা, দিমুথ করুণারত্নেরা।

advertisement

অপরদিকে, বাংলাদেশ দলের প্রধান সমস্যা চোট-আঘাত। প্রতিযোগিতা শুরুর আগেই তামিম ইকবাল, এবাদত হোসেন, লিটন দাসের মত তারকা ক্রিকেটাররা চোটের কারণে ছিটকে গিয়েছে। যা কিছুটা হলেও চিন্তা বাড়িয়েছে শাকিব আল হাসানের। তারপরও যে দল রয়েছে তাদের নিয়েই লড়াই দেওয়ার বিষয়ে আশাবাদী শাকিব। এই সিরিজে বাংলাদেশের কিছু তরুণ ক্রিকেটারদের উপর নজর থাকবে সকলের। এশিয়া সেরা হওয়ার অধরা স্বপ্ন পূরণের লক্ষ্যে শাকিব,রহিম, মুস্তাফিজুর, তাসকিনরা।

advertisement

আরও পড়ুনঃ Asia Cup 2023 Know Nepal Cricket Team Salary: একজন কেরানির থেকেও কম! নেপাল ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি সত্যিই অবাক করার মত

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

শ্রীলঙ্কা ক্রিকেট দল সাম্প্রতিক সময়ে খুব ভাল ক্রিকেট খেলেছে। তার মধ্যে ঘরের মাঠে তারা এবার খেলবে। ফলে একটা বাড়তি সুবিধা তো থাকছেই। অপরদিকে, বাংলাদেশ দলে চোট সমস্যা থাকলেও একাধিক প্লেয়ার রয়েছে যারা একার দৌলতে ম্যাচের রং বদলে দিতে পারেন। শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচ হবে পাল্লেকেলে। ফলে এই মাঠের স্পিনিং ট্র্যাকের সুবিধা পাবে দুই দলই। ফলে কোন দল এগিয়ে তা বলাটা খুব মুশকিল। তবে টস গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Asia Cup 2023 Bangladesh vs Sri Lanka: এশিয়া কাপে আজ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, লঙ্কান লায়ন্সদের ঘরের মাঠে গর্জন করতে তৈরি বাংলা টাইগার্সরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল