বর্ষীয়ান বাম নেতা বলেন, 'ওঁর যা ফিটনেস, তা অনেক ক্রিকেটারের নেই। আর পারফরমেন্স নিয়েও প্রশ্ন ওঠে না। শেষ টেস্ট ম্যাচেও দুরন্ত ব্যাটিং করেছেন। উইকেট কিপিং অসাধারণ।' তাহলে কেন বাদ পাপালি? বিষয়টি নিয়ে ফের বিবেচনা করুক ভারতীয় ক্রিকেট বোর্ড। আর তাই আজ এই চিঠি বলে জানান প্রাক্তন মন্ত্রী তথা সিপিএম নেতা। সৌরভের সঙ্গে বরাবরই তাঁর ভাল সম্পর্ক। সেই সূত্রেই ব্যক্তিগতভাবে এই চিঠি পাঠিয়েছেন বলে জানিয়েছেন। প্রসঙ্গত, বাম পুরবোর্ডের সময়ে ঋদ্ধিই ছিলেন পুরসভার ব্রান্ড অ্যাম্বাসাডর।
advertisement
আরও পড়ুন: ঋদ্ধিমান সাহা চক্রান্তের শিকার, ক্ষোভে ফুঁসছে 'পাপালি'র শহর, লাগাতার আন্দোলনের ডাক
দল থেকে বাদ পড়ায় হতাশ ঋদ্ধির ছোটোবেলার কোচ জয়ন্ত মজুমদারও। তাঁর দাবি শ্রীলঙ্কা সিরিজে ঋদ্ধির বাদ পড়ার পিছনে চক্রান্তের গন্ধ রয়েছে। সব ক্ষেত্রেই অবসর জরুরী, এটা ঠিক। কিন্তু পাপালির ক্ষেত্রে কেন অন্য পদ্ধতি? ওর এখন যা বয়স, সেই বয়সের অনেক ক্রিকেটার জাতীয় দলে রয়েছেন। আর ওর ফিটনেস এবং পারফরমেন্স ভাল। নির্বাচকরাও কিছু বলছেন না। এ ভাবে ঋদ্ধিকে জাতীয় দল থেকে ছেঁটে ফেলার সিদ্ধান্তকে মানতে পারছেন না তিনি। শিলিগুড়ির ছেলে পাপালির বাদ পড়া নিয়ে সরব গোটা শহর। শহরের প্রাক্তন, বর্তমান ক্রিকেটারেরা জোট বেঁধে প্রতিবাদে সামিল হয়েছেন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন ক্রিকেটপ্রেমীরা। ঋদ্ধি নিজেও ক্ষোভে ফুঁসছে। শহরের ক্রিকেটপ্রেমীরা একসুরে বলছেন, 'পাপালি ষড়যন্ত্রের শিকার হয়েছেন। দলে না ফেরালে লাগাতার শহরজুড়ে আন্দোলনে নামবে শিলিগুড়ি।'
Partha Sarkar