এবার জানা যাচ্ছে, অর্জুনের হবু শ্বশুরবাড়িতে বিরাট ঝামেলা। সানিয়ার ঠাকুরদা রবি ঘাই নিজের ছেলে গৌরবের বিরুদ্ধে জালিয়াতির মামলা দায়ের করেছেন। আগেই জানা গিয়েছিল, সানিয়ার বাবা গৌরবের সঙ্গে তাঁর বাবা রবির সম্পর্ক ভাল নয়। এবার ছেলের বিরুদ্ধে মামলা করলেন বাবা।
রবির অভিযোগ, জালিয়াতি করে ব্যবসা নিজের নামে লিখিয়ে নিয়েছেন গৌরব। রবির দাবি, তাঁর যখন ক্যানসারের চিকিৎসা চলছিল, তখন ব্যবসা সামলাচ্ছিলেন গৌরব। সেই সময়ই ব্যবসা নিজের নামে করে নেয় ছেলে। আপাতত মুম্বই পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছেন রবি। পুলিশ ইতিমধ্যে তাঁর বয়ান নিয়েছে। এবার মামলা গড়াবে আদালতে। সেখানেই ফয়সালা হবে।
advertisement
আরও পড়ুন- অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা বড় সিদ্ধান্ত, বদলে দিয়েছিল ডায়মন্ড হারবারকে, ফাঁস গোপন কথা
উল্লেখ্য, সানিয়া মুম্বইয়ের একজন বিখ্যাত ব্যবসায়ী পরিবারের মেয়ে। তিনি Graviss Group-এর একজন। InterContinental Hotel, Baskin Robbins এবং Brooklyn Creamery-এর মতো বড় ব্র্যান্ড চালায় তারা। তিনি লন্ডন স্কুল অফ ইকোনমিক্স (LSE) থেকে বিজনেস ম্যানেজমেন্টে গ্র্যাজুয়েট। পাশাপাশি, তিনি একজন পোষ্যপ্রেমী এবং Mr. Paws Pet Spa & Store নামে একটি পেট কেয়ার কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা। তিনি Veterinary Technician হিসেবে প্রশিক্ষিত। তাঁর শিক্ষাগত যোগ্যতা- LSE থেকে বিজনেস ম্যানেজমেন্ট স্নাতক।