মোরাদাবাদের অল গার্লস বোর্ডিং স্কুলে গঞ্জে কস্তুরবা গান্ধী আওয়াসিয়া বালিকা বিদ্যালয়ে পড়তেন৷ উন্নাওতে নিজের গ্রামের থেকে ১৫-২০ কিলোমিটার দূরের এই বোর্ডিং স্কুলে পড়াশুনো করেন৷ নিজের বাড়ির জমি কোনও ভুয়ো জমির মালিককে বিক্রি করেছেন৷
আরও পড়ুন - চ্যাম্পিয়ন খুদে মেয়েরা, একেবারে বহু কোটির পুরস্কার ঘোষণা, মালামাল করে দিল বিসিসিআই
advertisement
ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে সাবিত্রী দেবী জানিয়েছেন তাঁকে এমন কথাও শুনতে হয়েছে যে মেয়েকে বেচে দিয়েছেন , মেয়েকে ধান্দায় লাগিয়ে দিয়েছেন৷ কোনও রাখঢাক নয় একেবারে মুখের ওপর এই কথা বলতেন তাঁর এলাকার লোকজন৷
আরও পড়ুন - Weather Update: সকাল থেকেই কলকাতায় শিরশিরে ঠান্ডা ফেরত, রাজ্যে রাজ্যে জারি বৃষ্টির অ্যালার্ট
এই অর্চনা দেবীর রবিবার যে ক্যাচটি নিয়েছেন তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা তুঙ্গে৷ দেখেছেন কী সেই উড়ন্ত ক্যাচের ভাইরাল ভিডিও৷
তবে যে সাবিত্রী দেবী একসময় ডাইনি অপবাদ শুনেছেন, মেয়েকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেওয়ার জন্য মেয়ে বিক্রির অপবাদ শুনেছেন৷ এদিন বিশ্বকাপের ফাইনাল দেখতে তাঁর ঘরে ভর্তি লোকজন৷ এত লোকজন এসে তাঁদের বাড়িতে ছিলেন যে সকলকে দেওয়ার মতো কম্বল অবধি ঘরে ছিল না৷
কথা বলতে বলতে আবেগপ্রবণ হয়ে যান অর্চনার মা সাবিত্রী দেবী৷ তিনি জানিয়েছেন যাঁরা তাঁর বাড়ির ছায়া অবধি মারাতেন না তাঁরাই এদিন তাঁর বাড়িতে এসে ভিড় করেছিলেন মেয়ের খেলা দেখতে৷