#কেপটাউন: বাবা বিরাট কোহলি (Virat Kohli) দেশের জার্সিতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (IND vs SA) তৃতীয় টেস্ট (3rd Test) ম্যাচ খেলছেন৷ আর কেপটাউনে তৃতীয় টেস্ট (3rd Test) শুরু শুধু তাঁর কেরিয়ারের মাইল ফলক একটি ম্যাচ হওয়ার জন্যেই খালি বিশেষ হল না, এটা তাঁর মেয়ের এক বছরের জন্মদিন৷ ১১ জানুয়ারি ২০২১এ জন্মেছে বিরাট কোহলি (Virat Kohli) ও অনুষ্কা শর্মার (Anushka Sharma) সন্তান ভামিকা (Vamika) ৷ আর আজ সে একবছরের হয়ে গেল৷ অর্থাৎ সোজাকথায় আজ ভামিকার প্রথম বার্থডে (Happy Birthday Vamika)৷ মেয়ের প্রথম জন্মদিন তাই হয়ত দিনের দ্বিতীয় পর্বে সেলিব্রেট করবেন বিরুষ্কা৷
advertisement
এদিকে ভামিকা আবার ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) সঙ্গে একই দিনে জন্মদিন (Birthday) ভাগ করে নিচ্ছে ফলে এদিন টিম ইন্ডিয়ার পক্ষ থেকেও নিশ্চিত ভাবেই সেলিব্রেশন থাকবে৷ বিরাট কোহলির ৯৯ তম টেস্ট অধিনায়কত্বের ম্যাচ, রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) ৪৯ এবং ভামিকার ১ সবমিলিয়ে বিষয়টা নিঃসন্দেহে জোরদার৷
আরও দেখুন - Video: দুই হাতির কীর্তি, রাস্তায় এসে বাস ঠেলে দিল, দেখুন মারাত্মক ভিডিও
গত বছর আজকের দিনেই অনুষ্কা শর্মা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল নিজেদের পরিবারের ছবি পোস্ট করে ভামিকার জন্মের সুখবর দিয়েছিলেন৷ গর্বের সঙ্গে বাবা ও মা দুজনেই নিজেদের খুদে সন্তানকে হাতে ধরেছিলেন৷
স্টারকিডদের নিয়ে মানুষের মধ্যে উন্মাদনা থাকেই, কিন্তু বিরাট কোহলি (Virat Kohli) ও অনুষ্কা শর্মা (Anushka Sharma) চেয়েছিলেন তাঁদের মেয়ের ছবি লোকচক্ষুর অন্তরালে থাকুক, মেয়ের নিজের সম্মতি না পাওয়া অবধি৷ তাই সোশ্যাল মিডিয়ায় নিজেদের বিভিন্ন লেস্টেস্ট পোস্ট আপলোড করলেও ভামিকার মুখ এখনও তাঁর পরিবার ও বন্ধুদের বাইরে কেউই দেখেনি৷
বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা দুজনেই নিজেদের সন্তান ভামিকাকে নিয়ে উচ্ছ্বসিত ৷ তবে তার পাশাপাশি সন্তানের মুখ চেয়ে বাবা-মাকে যে নিজেদের জীবনে আমূল পরিবর্তনও করে ফেলতে হয় অনুষ্কা শর্মা নিজেদের বেডটাইম শেয়ার করে সেই বার্তাটাও দিতে চেয়েছেন৷ ভামিকাকে জন্মদিনের শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন বহু মানুষ৷