TRENDING:

Asian Games-র কী হবে? চিনে করোনা ছড়াচ্ছে হু হু করে, কী বলছেন অনুরাগ ঠাকুর

Last Updated:

চিনের হাংঝাউতে আয়োজিত ১৯ তম এশিয়ান গেমসের শুরু ১০ সেপ্টেম্বর হবে৷ এই টুর্নামেন্ট ১৫ দিন ধরে আয়োজন করে হবে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: এশিয়ানগেমস ২০২২ চিনের হাংঝাউতে হওয়ার কথা৷ ১৯ তম মরশুমের এশিয়ান গেমস ১০ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর অবধি হবে৷ কিন্তু খেলার এই মহাকুম্ভ কী আদৌ হবে? কারণ মেগা এই ইভেন্টের মাথায় করোনা ভাইরাস সংক্রমণের কালো মেঘ ঘুরে বেড়াচ্ছে৷ এই মুহূ্র্তে চিনে করোনার কালো মেঘ ছেয়ে রয়েছে৷ এমনকি পরিস্থিতি এতটাই ভয়ানক যে এশিয়ান গেমস স্থগিত হয়ে যেতে পারে৷ তবে এই নিয়ে কোনও সিদ্ধান্ত হবে কিনা তা নিয়ে কোনও সরকারি বিজ্ঞপ্তি আসেনি৷ আসলে এশিয়ান স্পোর্টসে এই ইভেন্ট সব সেরাদের নিজেদের তুলে ধরার মঞ্চ৷ ভারতীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন সঠিক সময়ে এই  ইভেন্ট নিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে৷ অর্থাৎ কোনও পক্ষই এই মুহূর্তে এশিয়ান গেমস নিয়ে কোনও কথা বলতে চাইছে না৷
postponement of asian games for alarming covid 19 cases in china
postponement of asian games for alarming covid 19 cases in china
advertisement

সাংবাদিক সম্মেলনের সময়ে ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরকে জিজ্ঞাসা করা হয়, চিনে ক্রমাগত কোভিড ১৯ মামলা যেভাবে চলছে তাতে কি এশিয়ান গেমস স্থগিত করে দেওয়া হবে? এই প্রশ্নের উত্তরে ক্রীড়ামন্ত্রী জানান , ‘‘ আমরা পরিস্থিতির ওপর নজর রেখেছি, এটা আয়োজক দেশের প্রস্তুতির ওপর নির্ভর করে৷ আগামী সময়ে এই বিষয়ে উচিত সিদ্ধান্ত নেওয়া হবে৷ ’’

advertisement

আরও পড়ুন - IPL 2022 এ চরম ফ্লপ শো, কিন্তু কি বউয়ের আদিখ্যেতা সোহাগে মাখোমাখো জন্মদিন রোহিতের

২৬ হাজার অ্যাক্টিভ কেস

গত কিছু সময়ে চিনে কোভিড ১৯ সংক্রমণের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে৷ বর্তমান সময়ে চিনে ২৬, ৫৬৭ করোনার অ্যাক্টিভ কেস রয়েছে৷ যার মধ্যে ৪৫৮ জনের পরিস্থিতি গুরুতর৷ গত ২ বছর ধরে চিনে করোনা কেসে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে৷

advertisement

১০ সেপ্টেম্বর থেকে খেলা শুরু হবে

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

চিনের হাংঝাউতে আয়োজিত ১৯ তম এশিয়ান গেমসের শুরু ১০ সেপ্টেম্বর হবে৷ এই টুর্নামেন্ট ১৫ দিন ধরে আয়োজন করে হবে৷ এই এশিয়ান গেমসে ৪৫ দেশের ক্রীড়াবিদরা অংশ নেবেন৷ এশিয়ান গেমসে ৩৭ ধরণের খেলা হবে৷ যেখানে ক্রীড়াবিদরা নিজেদের দমদার পারফরম্যান্স দেবেন৷  এই ৩৭ খেলায় ২৮ টি খো এমন যা ২০২৪ -র প্যারিস অলিম্পিক্সেরও অংশ হতে চলেছে৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Asian Games-র কী হবে? চিনে করোনা ছড়াচ্ছে হু হু করে, কী বলছেন অনুরাগ ঠাকুর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল