IPL 2022 এ চরম ফ্লপ শো, কিন্তু কি বউয়ের আদিখ্যেতা সোহাগে মাখোমাখো জন্মদিন রোহিতের

Last Updated:
Rohit Sharma Birthday: রোহিত ও রিতিকার প্রেমও খুবই মাখোমাখো, ফ্যামিলিম্যান রোহিতের না দেখা অ্যালবাম
1/7
IPL 2022 চলছে৷ অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মার আজ ৩৫ তম জন্মদিন৷  তাঁর জন্য মরশুম মোটেই ভাল কাটেনি৷ কিন্তু তাঁর জন্মদিনকে বিশেষ বানানোর জন্য কসুর করছেন না তাঁর ফ্যানরা ও পরিবারের মানুষজন৷ তাঁর স্ত্রী রিতিকা সজদে তাঁর স্বামীর জন্মদিনকে বিশেষ করে তুলেছেন৷ ইনস্টাগ্রামে বিশেষ কিছু মুহূ্র্তের ছবি পোস্ট করেছেন৷ যেখানে একেবারে অন্যরকম কিছু ছবি দেখা যাচ্ছে৷ রিতিকার শেয়ার করা ছবিগুলি মানুষজন পছন্দ করছেন এবং তা ভাইরাল হচ্ছে৷ (Ritika Sajdeh Instagram)
IPL 2022 চলছে৷ অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মার আজ ৩৫ তম জন্মদিন৷ তাঁর জন্য মরশুম মোটেই ভাল কাটেনি৷ কিন্তু তাঁর জন্মদিনকে বিশেষ বানানোর জন্য কসুর করছেন না তাঁর ফ্যানরা ও পরিবারের মানুষজন৷ তাঁর স্ত্রী রিতিকা সজদে তাঁর স্বামীর জন্মদিনকে বিশেষ করে তুলেছেন৷ ইনস্টাগ্রামে বিশেষ কিছু মুহূ্র্তের ছবি পোস্ট করেছেন৷ যেখানে একেবারে অন্যরকম কিছু ছবি দেখা যাচ্ছে৷ রিতিকার শেয়ার করা ছবিগুলি মানুষজন পছন্দ করছেন এবং তা ভাইরাল হচ্ছে৷ (Ritika Sajdeh Instagram)
advertisement
2/7
রিতিকা  রোহিত শর্মার সঙ্গে নিজের ছবি শেয়ার করেছেন৷ সেখানেই তিনি রোহিতকে শুভেচ্ছা জানিয়েছেন৷ নিজের বার্তায় তিনি লিখেছেন , ‘‘জন্মদিনের শুভেচ্ছা স্যামি  আর আমি তোমায় খুব ভালবাসি৷ আমাদের হাকুনা মাতাতা হওয়ার জন্য ধন্যবাদ৷’’  এই ভাবুক মেসেজের সঙ্গে তিনি অনেকগুলি ছবি পোস্ট করেছেন৷ সেই গুলিতে পরিবারের সঙ্গে রোহিতকে দেখা গেছে৷ (Ritika sajdeh instagram)
রিতিকা রোহিত শর্মার সঙ্গে নিজের ছবি শেয়ার করেছেন৷ সেখানেই তিনি রোহিতকে শুভেচ্ছা জানিয়েছেন৷ নিজের বার্তায় তিনি লিখেছেন , ‘‘জন্মদিনের শুভেচ্ছা স্যামি আর আমি তোমায় খুব ভালবাসি৷ আমাদের হাকুনা মাতাতা হওয়ার জন্য ধন্যবাদ৷’’ এই ভাবুক মেসেজের সঙ্গে তিনি অনেকগুলি ছবি পোস্ট করেছেন৷ সেই গুলিতে পরিবারের সঙ্গে রোহিতকে দেখা গেছে৷ (Ritika sajdeh instagram)
advertisement
3/7
রোহিতের পরিবারের সঙ্গে ছবি মানুষদের খুবই পছন্দ হচ্ছে৷ ৩ লক্ষের বেশি মানুষ এই ছবিগুলি লাইক করেছেন৷ যুবরাজ সিং টিম ইন্ডিয়ার অধিনায়ককে শুভেচ্ছা জানিয়েছেন৷ ফ্যানরা হিটম্যানকেও শুভেচ্ছা জানিয়েছেন৷ (Ritika sajdeh instagram)
রোহিতের পরিবারের সঙ্গে ছবি মানুষদের খুবই পছন্দ হচ্ছে৷ ৩ লক্ষের বেশি মানুষ এই ছবিগুলি লাইক করেছেন৷ যুবরাজ সিং টিম ইন্ডিয়ার অধিনায়ককে শুভেচ্ছা জানিয়েছেন৷ ফ্যানরা হিটম্যানকেও শুভেচ্ছা জানিয়েছেন৷ (Ritika sajdeh instagram)
advertisement
4/7
রিতিকা নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ছবি শেয়ার করেছেন সেখানে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতেও রোহিত শর্মাকে দেখা যাচ্ছে৷ তাঁদের সামনে চ্যাম্পিয়ন্স লিগ ট্রফিও দেখা যাচ্ছে৷ (Ritika sajdeh instagram)
রিতিকা নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ছবি শেয়ার করেছেন সেখানে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতেও রোহিত শর্মাকে দেখা যাচ্ছে৷ তাঁদের সামনে চ্যাম্পিয়ন্স লিগ ট্রফিও দেখা যাচ্ছে৷ (Ritika sajdeh instagram)
advertisement
5/7
আইপিএল চলছে বলে রোহিত শর্মার জন্মদিনে অনেকেই মুম্বই ইন্ডিয়ান্সের হ্যান্ডেলেও শুভেচ্ছা জানিয়েছে৷ সেখানে বিরাট কোহলি, বিসিসিআই, দিল্লি ক্যাপিটাল্স, টিম ইন্ডিয়ার অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন৷  (Mumbai Indians instagram)
আইপিএল চলছে বলে রোহিত শর্মার জন্মদিনে অনেকেই মুম্বই ইন্ডিয়ান্সের হ্যান্ডেলেও শুভেচ্ছা জানিয়েছে৷ সেখানে বিরাট কোহলি, বিসিসিআই, দিল্লি ক্যাপিটাল্স, টিম ইন্ডিয়ার অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন৷ (Mumbai Indians instagram)
advertisement
6/7
রিতিকা লম্বা সময় ধরে রোহিতের ম্যানেজার ছিলেন৷ তাঁর স্পোর্টস কন্ট্র্যাক্ট দেখতেন৷ ২০১৫ তে বিয়ে করার আগে লম্বা সময় একে অপরকে ডেটও করেন তিনি৷  (Ritika sajdeh instagram)
রিতিকা লম্বা সময় ধরে রোহিতের ম্যানেজার ছিলেন৷ তাঁর স্পোর্টস কন্ট্র্যাক্ট দেখতেন৷ ২০১৫ তে বিয়ে করার আগে লম্বা সময় একে অপরকে ডেটও করেন তিনি৷ (Ritika sajdeh instagram)
advertisement
7/7
রোহিত ২০০৬ তে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অভিষেক করেন৷  এখনও অবধি তিনি ৪৫ টি টেস্ট, ২৩০ টি ওয়ানডে, ১২৫ টি টিয়োন্টি ম্যাচ খেলেছেন৷  (Ritika sajdeh instagram)
রোহিত ২০০৬ তে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অভিষেক করেন৷ এখনও অবধি তিনি ৪৫ টি টেস্ট, ২৩০ টি ওয়ানডে, ১২৫ টি টিয়োন্টি ম্যাচ খেলেছেন৷ (Ritika sajdeh instagram)
advertisement
advertisement
advertisement