চাকরি গেল ভারতীয় দলের সবচেয়ে পুরনো সাপোর্ট স্টাফের। এর আগে চাকরি হারান সোহম দেশাই, টি দিলীপের মতো গুরুত্বপূর্ণ সদস্য। এবার চাকরি গেল দলের সবচেয়ে পুরনো সাপোর্ট স্টাফ রাজীব কুমারের। জানা যাচ্ছে, প্রায় এক দশকের বেশি সময় ধরে তিনি টিম ইন্ডিয়ার ম্যাসিওর হিসেবে দায়িত্ব সামলেছেন। তবে এশিয়া কাপের শুরুর ঠিক আগেই চাকরি খোয়ালেন তিনি।
advertisement
ইংল্যান্ড সফরেও গিয়েছিলেন রাজীব। ফিরে আসার পর নতুন চুক্তি হওয়ার কথা ছিল। তবে সেটা আর হল না। টিম ইন্ডিয়া ম্যানেজমেন্টের এক গুরুত্বপূর্ণ সদস্য দাবি করলেন, অনেক সাপোর্ট স্টাফই দীর্ঘদিন ধরে দলের সঙ্গে রয়েছেন। এতে একটা খারাপ দিক তৈরি হয়। দলের উন্নতিতে বাধা তৈরি হয়। তা হলে সেই কারণেই কি চাকরি গেল রাজীবের?
আরও পড়ুন- এশিয়া কাপের দল নির্বাচনের পর বড় পরিবর্তন, অজিত আগারকরের দল ছাড়বেন দুই নির্বাচক
ফিল্ডিং কোচ টি দিলীপেরও চাকরি যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। তবে ইংল্যান্ড সফরের আগে তাঁর সঙ্গে আবার চুক্তি নবিকরণ করে বোর্ড। তবে এশিয়া কাপের আগে আবার তাঁর চাকরি নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। ওদিকে স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ সোহম দেশাইকেও ছেঁটে ফেলেছিল টিম ম্য়ানেজমেন্ট। ফলে গম্ভীর জমানায় এই অনিশ্চয়তা নিয়ে কথা উঠতে শুরু হয়েছে।