TRENDING:

সিং ইজ কিং! জাহির, ইরফানের পর অর্শদীপকে পরবর্তী রত্ন সার্টিফিকেট কুম্বলের

Last Updated:

Anil Kumble rates Arshdeep Singh as next superstar left arm pacer after Zaheer Khan and Irfan. জাহির খান, ইরফানের পর অর্শদীপ ভারতীয় ক্রিকেটের পরবর্তী রত্ন! সার্টিফিকেট কুম্বলের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মেলবোর্ন: মাসখানেক আগে এশিয়া কাপের সুপার ফোর পর্যায়ে পাকিস্তানের বিরুদ্ধেই ফেলেছিলেন সহজ ক্যাচ। তার জেরে বিদ্ধ হয়েছিলেন তুমুল সমালোচনায়। চাপিয়ে দেওয়া হয়েছিল ‘খালিস্তানি’ অপবাদও। মানসিক যন্ত্রণায় ঘুমোতে পারেননি সেই রাতে। দুঃস্বপ্নে হানা দিয়েছিল ক্যাচ ফেলার মুহূর্ত। তবে সতীর্থরা পাশে থাকায় ভেঙে পড়েননি অর্শদীপ সিং।
কুম্বলের বাজি আরশদীপ
কুম্বলের বাজি আরশদীপ
advertisement

আরও পড়ুন - কোহলি নিয়ে বিভোর গোটা বলিউড! নতুন গান বাঁধলেন গীতিকার জাভেদ আখতার

বরং আরও ভালো বোলার হয়ে ওঠার দিকেই দিয়েছিলেন নজর। তবু খেদটা থেকেই গিয়েছিল। রবিবার টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত বোলিংয়ের পর সেই ক্ষতে পড়েছে মলম। ২৩ বছর বয়সি পেসার প্রথম বলেই বিপক্ষ অধিনায়ক বাবর আজমকে ফেরান। মহম্মদ রিজওয়ান, আসিফ আলিও তাঁর শিকার।

advertisement

চার উইকেটে পাক-বধের অন্যতম নায়ক প্রচারমাধ্যমকে বলেছেন, আমরা বাইরের আলোচনাকে শিবিরে ঢুকতে দিই না। কারা কোথায় কী বলছে, তা কানেই তুলি না আমরা। বরং একে অন্যের সাফল্য উপভোগ করি। খারাপ সময়ে পরস্পরের পাশে দাঁড়াই। এই হল টিম ইন্ডিয়ার ড্রেসিং রুম।

অর্শদীপের ভূয়সী প্রশংসা করেছেন কিংবদন্তি অনিল কুম্বলে। প্রাক্তন লেগস্পিনার আইপিএলে পাঞ্জাব কিংসের কোচ থাকাকালীন খুব কাছ থেকে দেখেছেন বাঁহাতি পেসারের উত্থান। সেই অভিজ্ঞতা থেকে এক ক্রিকেট ওয়েবসাইটে কুম্বলে বলেছেন, ওর বয়স কম। তা সত্ত্বেও ওকে দারুণ পরিণত মনে হয়। চাপের মুখে ঘাবড়ে যায় না। ওর টেম্পারামেন্ট অসাধারণ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ভুললে চলবে না, এশিয়া কাপের সেই ম্যাচে ক্যাচ ফেলার পরও শেষ ওভারে নিয়ন্ত্রিত বোলিং করেছিল। রবিবার মেলবোর্নে পাক ব্রিগেডের বিরুদ্ধে ৩২ রানে তিন উইকেট নেওয়া পারফরম্যান্স মুগ্ধ করেছে কুম্বলেকে। তাঁর মতে, ‘প্রথম বলেই বাবরকে ফেরানো অসাধারণ কৃতিত্ব। পাকিস্তানের তিনজন প্রধান ব্যাটসম্যানকে ফিরিয়েছে অর্শদীপ। হাইভোল্টেজ ম্যাচে যেভাবে ঠান্ডা মাথায় বুদ্ধিমত্তার সঙ্গে বলে করেছে, তা এক কথায় অনবদ্য।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
সিং ইজ কিং! জাহির, ইরফানের পর অর্শদীপকে পরবর্তী রত্ন সার্টিফিকেট কুম্বলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল