TRENDING:

Andre Russell : কার কথায় আইপিএল থেকে অবসর নিয়ে ফেললেন রাসেল? কেকেআর কর্তা ফাঁস করে দিলেন সেই নাম! চমকে যাবেন, গ্যারান্টি

Last Updated:

Andre Russell : আসন্ন আইপিএলের মিনি-নিলামের আগে দলের অন্যতম বড় সুপারস্টার আন্দ্রে রাসেলকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)–এর সিইও ভেঙ্কি মাইসোর কথা বলেছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : আসন্ন আইপিএলের মিনি-নিলামের আগে দলের অন্যতম বড় সুপারস্টার আন্দ্রে রাসেলকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)–এর সিইও ভেঙ্কি মাইসোর কথা বলেছেন। ইএসপিএন ক্রিকইনফো-কে দেওয়া এক বিস্তারিত সাক্ষাৎকারে তিনি ব্যাখ্যা করেছেন, এই সিদ্ধান্তের মূল কারণ ছিল রিটেনশনের আর্থিক কাঠামো। রাসেলকে ধরে রাখলে দলের নিলাম পার্সে যে বড় প্রভাব পড়ত, সে কথা স্বীকার করেছেন তিনি।
News18
News18
advertisement

ভেঙ্কি মাইসোর বলেছেন, যদিও রাসেলের চুক্তিমূল্য ছিল ১২ কোটি টাকা, ওকে রিটেইন করলে কেকেআরের নিলাম পার্স থেকে ১৮ কোটি টাকা কাটা যেত। অনেকেই মূল বিষয়টি ধরতে পারেননি—আমাদের পার্স ডিডাকশন ১২ কোটি নয়, ১৮ কোটি হত যদি আমরা ড্রে-কে না ছাড়তাম! নিলামের পরিপ্রেক্ষিতে অনেক বড় অঙ্ক সেটা।’

মাইসোর জানান, সিদ্ধান্তের কথা বলার পর রাসেল মানসিকভাবে বিধ্বস্ত হয়েছিলেন। ২০১৪ থেকে কেকেআরে রয়েছেন তিনি। কেকেআর সিইও আরও জানান, কথোপকথনের সময় রাসেলের আইপিএল থেকে অবসর নেওয়ার সম্ভাবনা নিয়েও আলোচনা উঠেছিল। মাইসোর বলেন, শাহরুখ খানের সঙ্গে কথা বলার পর ওর চিন্তা আরও জোরালো হয়। অর্থাৎ, বোঝাই যাচ্ছে রাসেলের অবসরের সিদ্ধান্তের পিছনে রয়েছেন খোদ দলের মালিক শাহরুখ খান।

advertisement

আরও পড়ুন- কলকাতার মাঠে তাণ্ডব ১৪ বছরের ‘বিস্ময়বালক’ বৈভব সূর্যবংশীর! হারাল বল...

সেরা ভিডিও

আরও দেখুন
শারীরিক বাধাকে তুড়িতে উড়িয়েছেন! ১৫০ টাকায় শুরু ব্যবসাই বদলে দিয়েছে বাসুদেবের জীবন...
আরও দেখুন

ভেঙ্কি বলেন, ওকে দেওয়া হবে, এই কথাটা জানার পর থেকে রাসেলর মানসিকভাবে ভেঙে পড়েছিল। তখন শাহরুখের সঙ্গে ওর কথা হয়। শাহরুখই ওকে বলে, অবসর নিয়ে রাসেল তুমি আমাদের কোচ হয়ে যেও। যে কোনও ক্রিকেটারই কেরিয়ারের শেষে গিয়ে ভাবে, অবসর জীবনে কী হবে? রাসেল সেসব নিয়ে ভাবার মানুষ নয়। তবুও ওকে প্রস্তাব দেওয়া হয়। আর ও রাজি হয়ে যায়।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Andre Russell : কার কথায় আইপিএল থেকে অবসর নিয়ে ফেললেন রাসেল? কেকেআর কর্তা ফাঁস করে দিলেন সেই নাম! চমকে যাবেন, গ্যারান্টি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল