ভেঙ্কি মাইসোর বলেছেন, যদিও রাসেলের চুক্তিমূল্য ছিল ১২ কোটি টাকা, ওকে রিটেইন করলে কেকেআরের নিলাম পার্স থেকে ১৮ কোটি টাকা কাটা যেত। অনেকেই মূল বিষয়টি ধরতে পারেননি—আমাদের পার্স ডিডাকশন ১২ কোটি নয়, ১৮ কোটি হত যদি আমরা ড্রে-কে না ছাড়তাম! নিলামের পরিপ্রেক্ষিতে অনেক বড় অঙ্ক সেটা।’
মাইসোর জানান, সিদ্ধান্তের কথা বলার পর রাসেল মানসিকভাবে বিধ্বস্ত হয়েছিলেন। ২০১৪ থেকে কেকেআরে রয়েছেন তিনি। কেকেআর সিইও আরও জানান, কথোপকথনের সময় রাসেলের আইপিএল থেকে অবসর নেওয়ার সম্ভাবনা নিয়েও আলোচনা উঠেছিল। মাইসোর বলেন, শাহরুখ খানের সঙ্গে কথা বলার পর ওর চিন্তা আরও জোরালো হয়। অর্থাৎ, বোঝাই যাচ্ছে রাসেলের অবসরের সিদ্ধান্তের পিছনে রয়েছেন খোদ দলের মালিক শাহরুখ খান।
advertisement
আরও পড়ুন- কলকাতার মাঠে তাণ্ডব ১৪ বছরের ‘বিস্ময়বালক’ বৈভব সূর্যবংশীর! হারাল বল...
ভেঙ্কি বলেন, ওকে দেওয়া হবে, এই কথাটা জানার পর থেকে রাসেলর মানসিকভাবে ভেঙে পড়েছিল। তখন শাহরুখের সঙ্গে ওর কথা হয়। শাহরুখই ওকে বলে, অবসর নিয়ে রাসেল তুমি আমাদের কোচ হয়ে যেও। যে কোনও ক্রিকেটারই কেরিয়ারের শেষে গিয়ে ভাবে, অবসর জীবনে কী হবে? রাসেল সেসব নিয়ে ভাবার মানুষ নয়। তবুও ওকে প্রস্তাব দেওয়া হয়। আর ও রাজি হয়ে যায়।
