TRENDING:

বিয়ে স্থগিতের ১১দিন পরে প্রথম বার প্রকাশ্যে স্মৃতি মন্ধানা, পলাশের দেওয়া হীরের আংটি কোথায়? ভেস্তে গেল বিয়ে? নানা প্রশ্নে সরগরম নেটপাড়া

Last Updated:

স্মৃতি মন্ধানা ও পলাশ মুচ্ছলের বিয়ে স্থগিত, কনের বাবার অসুস্থতা ও নানা জল্পনা. স্মৃতি ইনস্টাগ্রামে বিশ্বকাপের স্মৃতি ভাগ করে নিলেন, আনুষ্ঠানিক বিবৃতি নেই.

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিয়ে স্থগিতের পর থেকে পলাশ মুচ্ছলকে প্রকাশ্যে দেখা গেলেও দেখা যায়নি ক্রিকেটতারকা স্মৃতি মন্ধানাকে। এ বার নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট করলেন স্মৃতি। সেখানেই বিশ্বজয়ী স্মৃতিকে দেখে কৌতূহলী অনুরাগীরা।
News18
News18
advertisement

নভেম্বরের ২৩ তারিখে পলাশের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল স্মৃতির। এর মাঝেই স্থগিত হয় বিয়ে। তাঁর বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এরপর ভাইরাল হয় চ্যাট। থেমে যায় বিয়ের সব অনুষ্ঠান। নিজের প্রোফাইল থেকে সব ছবি মুছে ফেলেছিলেন স্মৃতি। এবার প্রায় ১১ দিন পার করে অবশেষে প্রকাশ্যে এলেন তিনি। সাদা পোশাকে  বিশ্বকাপের প্রায় প্রতিটি ম্যাচের আগের অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছেন। সেই ভিডিয়ো ঘিরেই শুরু হয়েছে জল্পনা।

advertisement

পলাশ মুচ্ছল এবং স্মৃতি মান্ধনার বিবাহ ২৩শে নভেম্বর হওয়ার কথা ছিল, কিন্তু কনের বাবার অসুস্থতার কারণে, বিবাহ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়। এর পরে, বিবাহ স্থগিত করার কারণ সম্পর্কে বিভিন্ন প্রতিবেদন এবং জল্পনা-কল্পনা প্রকাশিত হয়। কিছু প্রতিবেদনে পলাশকে বিশ্বাসঘাতকতার অভিযোগ আনা হয়েছে, আবার কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ক্রিকেটার বিয়ের আগের রাতে পলাশকে হাতেনাতে ধরেছিলেন। তবে, উভয় পরিবারের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয়নি।

advertisement

নেটিজেনরা মনে করছেন, স্মৃতির চোখেমুখে ক্লান্তির ছার স্পষ্ট। স্মৃতির অনামিকা ফাঁকা। কোনও আবার অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন, ভিডিয়োটি বাগ্‌দানপর্ব সারার আগের হয়তো।

সেরা ভিডিও

আরও দেখুন
হাসপাতালে বাজছে গান, মিউজিক থেরাপিতে চিকিৎসার ফলও মিলছে আরও ভাল
আরও দেখুন

সম্প্রতি পলক মুচ্ছল বলেন, “আমার মনে হয় উভয় পরিবারই খুব কঠিন সময়ের মধ্য দিয়ে গেছে এবং আপনি যেমন বলেছেন… আমি আবারও বলতে চাই যে আমরা এই সময়ে ইতিবাচকতায় বিশ্বাস করতে চাই এবং যতটা সম্ভব ইতিবাচকতা ছড়িয়ে দিতে চাই। এবং দৃঢ় থাকুন…।”

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
বিয়ে স্থগিতের ১১দিন পরে প্রথম বার প্রকাশ্যে স্মৃতি মন্ধানা, পলাশের দেওয়া হীরের আংটি কোথায়? ভেস্তে গেল বিয়ে? নানা প্রশ্নে সরগরম নেটপাড়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল