TRENDING:

Neymar: নেইমারকে ভালোবেসে সব সম্পত্তি উইল করে দিলেন ভক্ত! অবাক ব্রাজিলিয়ান তারকা

Last Updated:

আর নেইমার আমার ভালোবাসার মানুষ। তাই সব সম্পত্তি ওঁকে লিখে দিলাম

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রিও: সারা পৃথিবীর অন্যতম সেরা ফুটবলার তিনি। সম্পত্তির দিক থেকেও মেসি অথবা রোনাল্ডোর কাছাকাছি থাকবেন। শেষ দশ বছর ধরে ব্রাজিলের এক নম্বর সুপারস্টার ফুটবলার। ইদানিং প্রচুর চোট পাচ্ছেন। তবুও নেইমারের ভক্ত সংখ্যার অভাব নেই। বর্তমান ব্রাজিল দলের তারকা নেইমারের প্রতি ভালোবাসা থেকে নিজের সব সম্পত্তি তাঁকে দিয়ে দিলেন ভক্ত। নিজের সম্পত্তি নেইমারকে লিখে দিলেন তিনি।
নেইমারকে সম্পত্তি দিলেন ভক্ত
নেইমারকে সম্পত্তি দিলেন ভক্ত
advertisement

ফুটবলের প্রতি ভালোবাসা, তারকার প্রতি ভালোবাসা বা বলা যায় খেলাটার প্রতি আবেগ নেইমারের সঙ্গে পরিচয় করিয়েছিল এই ভক্তের। এরপর যত দিন গেছে ব্রাজিলিয়ান তারকার একনিষ্ঠ ভক্ত হয়ে উঠেছেন তিনি। নেইমারকে ভাল লাগার মাত্রাটা এখন বাঁধনহারা। ফলে নিজের সব সম্পত্তি পিএসজি স্ট্রাইকারকে উইল করে লিখে দিলেন ওই ভক্ত। কতটা একজন তারকাকে ভালোবাসলে পরে নিজের সব কিছু দিয়ে যাওয়ার মতো ভাবনা কারো মাথায় আসে তা নিয়েই জোর চর্চা চলছে সোশ্যাল মিডিয়াতে।

advertisement

আরও পড়ুন – আর্জেন্টিনার মার্টিনেজকে ডাব চিংড়ি থেকে চিতল মাছ! ফুল বাঙালি খাবার প্রস্তুত

ওর বাবার সঙ্গে নেইমারের সম্পর্ক আমাকে নিজের বাবার সঙ্গে আমার সম্পর্কের অনেক কিছু মনে করিয়ে দেয়। আমার বাবা মারা গিয়েছেন। আমার শরীরের অবস্থাও ভাল নয়। এই কারণে, আমি দেখলাম যে আমার সম্পত্তি দিয়ে যাওয়ার মতো কেউ নেই। আমি চাই না সরকার কিংবা আমার সঙ্গে যোগাযোগ না থাকা আত্মীয়-স্বজন আমার সম্পত্তি নিয়ে যাক।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আর নেইমার আমার ভালোবাসার মানুষ। তাই সব সম্পত্তি ওঁকে লিখে দিলাম। নেইমার নিজেও অবাক ওই ভক্তের এমন কাণ্ডে। তবে তিনি ওই সম্পত্তি গ্রহণ করবেন নাকি ফেরত করে দেবেন সেটা বোঝা যায়নি। তবে ওই ভক্ত জানিয়েছেন তিনি মৃত্যুর আগে দেখতে চান নেইমার তার দেওয়া সম্পত্তি গ্রহণ করছেন। এমনটা হলে শান্তিতে মরতে পারবেন তিনি।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Neymar: নেইমারকে ভালোবেসে সব সম্পত্তি উইল করে দিলেন ভক্ত! অবাক ব্রাজিলিয়ান তারকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল