Emiliano Martinez: আর্জেন্টিনার মার্টিনেজকে ডাব চিংড়ি থেকে চিতল মাছ! ফুল বাঙালি খাবার প্রস্তুত
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
মোহনবাগানের বর্তমান ফুটবল দল অবশ্য সেই সময় থাকবে না। তবুও ভারতীয় ফুটবলের যারা থাকবেন তাদের সঙ্গে দেখা করতে পারেন এমি
কলকাতা: মাঝে আর তিনটে দিন আছে। তারপরেই কলকাতায় আসবেন আর্জেন্টিনার বিশ্বচ্যাম্পিয়ন গোলরক্ষক এমিলিয়ানও মার্টিনেজ। ৩ জুলাই বাংলাদেশ থেকে কাটিয়ে ৪ জুলাই কলকাতায় আসবেন এমি। শহরবাসীর কাছে এটা এক বিরল অভিজ্ঞতা হতে চলেছে।মিলনমেলা প্রাঙ্গনে শতদ্রু দত্ত ইনিশিয়েটিভের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে একটি অনুষ্ঠান, ‘তাহাদের কথা’। কলকাতায় পা রেখেই সেই অনুষ্ঠানে যোগ দেবেন মার্টিনেজ।
এই শোয়ে তাঁর জীবনের ওঠা-পড়া, লড়াই ও জয়ের গল্প বলবেন তারকা গোলকিপার। সেখানেই মধ্যাহ্নভোজ সারবেন তিনি। কী কী থাকছে তাঁর লাঞ্চ-প্লেটে?বাঙালি খাবারকে আর্জেন্টিনার স্টাইলে পরিবেশন করবেন কলকাতার অন্যতম জনপ্রিয় রেস্তরাঁর কর্ণধার শ্যেফ রঞ্জন বিশ্বাস। মেনুতে থাকছে আলু পোস্তর ক্যানাপে, ডাব চিংড়ি, চিটাগং চিতল মুইঠ্যা।
FIFA World Cup-winning Argentina goalkeeper Emiliano Martinez to visit Kolkata in July
Read @ANI Story | https://t.co/nqcx2ahEOq#EmilianoMartinez #Kolkata #football pic.twitter.com/dJQdoMw6yf
— ANI Digital (@ani_digital) May 14, 2023
advertisement
advertisement
চিতল মুইঠ্যা সাধারণত ভেজে নেওয়া হয় কিন্তু ওঁর জন্য সেটা স্টিম করে বানানো হবে। এমি এরপর বিকেলে যাবেন মোহনবাগান মাঠে। সেখানে কিছুক্ষণ সময় কাটাবেন তিনি। তরুণ ফুটবলারদের পাশাপাশি প্রাক্তন ফুটবলারদের সঙ্গে দেখা করবেন। মোহনবাগানের বর্তমান ফুটবল দল অবশ্য সেই সময় থাকবে না। তবুও ভারতীয় ফুটবলের যারা থাকবেন তাদের সঙ্গে দেখা করতে পারেন এমি।
advertisement
বিশ্বকাপ জয়ী গোলকিপার বলে কথা। তাই এমির হাত দিয়ে ভাস্কর গঙ্গোপাধ্যায়, অতনু ভটচাজ এবং আরও কিছু প্রাক্তন গোলরক্ষককে সংবর্ধনা দেওয়া হতে পারে। মার্টিনেজ ছিলেন বলেই ছত্রিশ বছর পর বিশ্বকাপ জিততে পেরেছিল আর্জেন্টিনা। তিনি যদি ফ্রান্সের ফুটবলারের শট সেভ না করতেন তবে বিশ্বসেরা অধরা থেকে যেতে পারত লিও মেসির। তাই মেসির যতটা কৃতিত্ব, এমির কৃতিত্ব তার থেকে কিছু কম নয়।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 30, 2023 4:17 PM IST