TRENDING:

Ajit Agarkar on Kohli: কোহলি ফর্মে ফিরে এলে রোহিতের নেতৃত্ব দেওয়া সহজ হয়ে যাবে মনে করেন আগারকার

Last Updated:

Ajit Agarkar feels Rohit Sharma will expect Virat Kohli performance. বিরাটের থেকে রোহিতের প্রত্যাশা কতটা? বললেন আগরকার

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিরাট এবং রোহিতের ঝামেলা মাঠে হবে না নিশ্চিত আগরকার
বিরাট এবং রোহিতের ঝামেলা মাঠে হবে না নিশ্চিত আগরকার
advertisement

আরও পড়ুন - Gavaskar on Rishabh Pant : দ্রাবিড়ের ছত্রছায়ায় সঠিক পথেই এগোবেন পন্থ, আশাবাদী সুনীল গাভাসকার

আগারকার মনে করছেন বিরাট কোহলি তার আগের ফর্মে নেই এখন এবং সেটা ভারতীয় ক্রিকেটের জন্য এটি বড় দুশ্চিন্তার ব্যাপার। তিনি বললেন, দিনের শেষে একটি প্লেয়ারের সাফল্য তখনই আসবে যখন তার দল সাফল্য পায়। মাঠের সেই প্লেয়ার কত বড় তার কোনো গুরুত্ব নেই যদি তার দল অসফল থাকে। স্টার স্পোর্টস-এর গেম প্ল্যান বলে একটি অনুষ্ঠানে অজিত আগারকার বললেন, তারা এর আগে নানা কম্বিনেশন নিয়ে ভেবেছেন কিন্তু তাতে সব জায়গায় বিরাট কোহলি মুখ্য ভূমিকা পালন করছেন।

advertisement

আরও পড়ুন - Rohan Yadav javelin: ভবিষ্যতের নীরজ চোপড়াকে পেয়ে গেল ভারত? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ১৫ বছরের কিশোর

তিনি সেই ধরনেরই প্লেয়ার। কিন্তু বর্তমানে তিনি তার সেরা ফর্মে নেই, যত তাড়াতাড়ি তিনি ফর্মে ফিরতে পারবেন রোহিতের পক্ষে সহজ হবে দলকে নেতৃত্ব দেওয়া। বিরাট এমন একজন প্লেয়ার যিনি একার ক্ষমতায় অনেক কিছু করার ক্ষমতা রাখেন। কোহলির ফর্মটা দুশ্চিন্তার বিষয়, কিন্তু আমরা সবাই জানি তিনি কি ধরনের প্লেয়ার তাই আগে হোক বা পরে, তিনি ফর্মে ফিরে আসবেন।

advertisement

রোহিত কোহলির থেকে কী প্রত্যাশা করতে পারেন সেই ব্যাপারেও বললেন তিনি। কোহলি দ্রুত আগের ফর্মে ফিরুক এবং কিছুটা নেতৃত্বের দায়িত্ব নিক সেটাই সবার আগে চাইবেন রোহিত, কারণ তিনি বহুদিন দলকে নেতৃত্ব দিয়েছেন। তিনি দলের শ্রেষ্ট প্লেয়ার ছিলেন। আগারকার জানালেন তার মতে বর্তমানে কোহলি আর আগের মত নেই।

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

ভারতের একদিনের ম্যাচের অধিনায়ক হিসেবে কোহলি মোট ৯৫টি ম্যাচ খেলেছেন, তার মধ্যে জিতেছেন ৬৫টি, জয়ের শতকরা ৭০.৪৩ শতাংশ। ২১টি সেঞ্চুরি এবং ২৭টি হাফ সেঞ্চুরি নিয়ে তিনি মোট ৫৪৪৯ রান করেছেন। আগারকার বলেন, বিরাটের কাছে এটা একটু কঠিন হবে আগের ফর্মে ফেরা কারণ তিনি অভ্যস্ত নন লাইমলাইটে না থাকার। শেষ ছয় সাত বছর ধরে তিনি দলের সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেন এবং সমস্ত দায়িত্ব তার ওপরেই ছিল।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Ajit Agarkar on Kohli: কোহলি ফর্মে ফিরে এলে রোহিতের নেতৃত্ব দেওয়া সহজ হয়ে যাবে মনে করেন আগারকার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল