TRENDING:

Indian football : একমাত্র পথ দ্রুত নির্বাচন! নির্বাসন তোলার জোড়া শর্ত জানিয়ে দিল ফিফা

Last Updated:

AIFF should conduct election as early as possible to get suspension revoked says FIFA. একমাত্র পথ দ্রুত নির্বাচন! নির্বাসন তোলার শর্ত জানিয়ে দিল ফিফা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: মঙ্গলবার সকালবেলা হঠাৎ ফিফার নির্বাসনের নির্দেশের পর ভারতে অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপের আয়োজন, এটিকে মোহনবাগানের এএফসি কাপ খেলা, এমন অনেক কিছু নিয়েই তৈরি হয় অনিশ্চয়তা। কিন্তু এই নির্বাসন উঠবে কবে? সব আশা কি শেষ হয়ে গিয়েছে ভারতীয় ফুটবলে? বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা অবশ্যই আশার কথা শুনিয়েছে।
ফিফার নির্বাসনে সব শেষ নয় ভারতীয় ফুটবলে
ফিফার নির্বাসনে সব শেষ নয় ভারতীয় ফুটবলে
advertisement

আরও পড়ুন - Benjamin Mendy : যৌন রাক্ষস বেঞ্জামিন মেন্ডি ! মহিলাদের ঘুমের মধ্যে ধর্ষণ করা ছিল নেশা

তারা জানিয়েছে ভারতীয় ফুটবলকে সঠিক জায়গায় দেখতে চায় ফিফা। এদেশের ফুটবল এশিয়ার ভবিষ্যৎ তা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই ফিফার। কিন্তু নিয়ম স্বচ্ছ হতে হবে। দুটি শর্ত দিয়েছে তারা। এক, কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্সকে পুরোপুরি নিষিদ্ধ করতে হবে। দুই, সর্বভারতীয় ফুটবল সংস্থার (এআইএফএফ) হাতে পুরো দায়িত্ব তুলে দিতে হবে।

advertisement

এআইএফএফ-এর হাতে দায়িত্ব তুলে দিতে হলে করতে হবে নির্বাচন। অর্থাৎ নির্বাচন হলেই কেটে যাবে সব মেঘ। এই মাসের শেষে নির্বাচন হওয়ার কথা। সেটা হলেই ভারতীয় ফুটবল ফের ফিরতে পারবে স্বমেজাজে। করতে পারবে বিশ্বকাপ আয়োজনও। মোহনবাগানও খেলতে পারবে এএফসি কাপে।

নির্বাচনের আশাতেই দিন গুনছেন সমর্থকরা। ফিফার নির্বাসন তুলতে নির্বাচনই এখন এক মাত্র পথ। যত তাড়াতাড়ি সেই নির্বাচন করা যাবে, ততই লাভ ভারতীয় ফুটবলের। সলিসিটর জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টের বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চের কাছে এআইএফএফ সংক্রান্ত মামলার দ্রুত শুনানির আবেদন জানালেন।

বুধবার বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে এই মামলার শুনানি আগেই নির্ধারিত ছিল। কেন্দ্রের আবেদনের প্রেক্ষিতে বুধবার শীর্ষ আদালতের সংশ্লিষ্ট বেঞ্চে প্রথম এই মামলার শুনানি হবে। ফিফা চায় বিভিন্ন রাজ্য সংস্থা এবং এআইএফএফ অনুমোদিত সংস্থার প্রতিনিধিরাই শুধু নির্বাচনে অংশগ্রহণ করুন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

সিওএ ভোটার তালিকায় ৩৬ জন প্রাক্তন ফুটবলারকে (২৪ জন পুরুষ এবং ১২জন মহিলা) রাখতে চেয়েছিল। ফিফা আগেই এই ভোটারদের নিয়ে আপত্তি জানিয়েছিল। কিন্তু সেই পরামর্শ সিওএ গ্রহণ করেনি বলে অভিযোগ।

বাংলা খবর/ খবর/খেলা/
Indian football : একমাত্র পথ দ্রুত নির্বাচন! নির্বাসন তোলার জোড়া শর্ত জানিয়ে দিল ফিফা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল