তবে, মেজর লিগ ক্রিকেট (এমএলসি) ২০২৫ আসর শুরু হতে চলেছে ১৩ জুন থেকে। টুর্নামেন্টের তৃতীয় মরশুম শুরুর আগে একাধিক দল তাদের নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে। সেই তালিকায় যুক্ত হয়েছে বলিউড সুপারস্টার শাহরুখ খানের মালিকানাধীন লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স। দলটি অধিনায়ক হিসেবে বেছে করেছে ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ অলরাউন্ডার জেসন হোল্ডারকে।
advertisement
তবে হোল্ডার লিগের শুরুর দুটি ম্যাচে দলের হয়ে খেলতে পারবেন না। কারণ তিনি ওয়েস্ট ইন্ডিজের হয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ব্যস্ত থাকবেন। এই সময়ে, দলের দায়িত্ব সামলাবেন অভিজ্ঞ ক্যারিবিয়ান স্পিনার সুনীল নারিন, যিনি তার কৌশলগত বোধ এবং বোলিং দক্ষতার জন্য বিশ্বজুড়ে খ্যাত।
হোল্ডার ১৭ জুন দলের তৃতীয় ম্যাচে ওয়াশিংটন ফ্রিডমের বিপক্ষে মাঠে নামার আগে দলের সঙ্গে যুক্ত হবেন। তার অধিনায়কত্বে নাইট রাইডার্স দলের কৌশল, ভারসাম্য এবং গভীরতা আরও মজবুত হবে বলে আশা করা হচ্ছে। উল্লেখযোগ্য যে, হোল্ডার তিন ফর্ম্যাটেই ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের অধিনায়কত্ব করেছেন এবং তার অভিজ্ঞতা এমএলসি-তে দলে বড় প্রভাব ফেলতে পারে।
লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স স্কোয়াড: জেসন হোল্ডার (অধিনায়ক), সুনীল নারিন, অ্যালেক্স হেলস, সাঈদ বদর, নীতীশ কুমার, রভম্যান পাওয়েল, উনমুক্ত চাঁদ, আন্দ্রে ফ্লেচার, শেরফেন রাদারফোর্ড, আদিতিয়া গণেশ, কর্ন ড্রাই, অ্যানরিখ নকিয়া, আলি খান, তানভীর সংঘ, আন্দ্রে রাসেল, শ্যাডলি ভ্যান শ্যাল্কউইক, কার্থ ট্র্যাম্প।