ম্যাচ ঘিরে নিরাপত্তায় কোনওরকম ফাঁক-ফোঁকর রাখতে রাজি নয় ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ও লালবাজার কর্তৃপক্ষ। এই পরিস্থিতিতে কলকাতা পুলিশ ইতিমধ্যেই ইডেন এবং আশপাশের এলাকার নিরাপত্তা বারবার ব্যবস্থা খতিয়ে দেখছে। মঙ্গলবার কলকাতা পুলিশের নগরপালের সঙ্গে সিএবি কর্তৃপক্ষের বৈঠকে বসছে।
advertisement
জানা গিয়েছে, মঙ্গলবার বিকেল সাড়ে তিনটের সময় সিএবিতে যাবেন কলকাতার পুলিশ কমিশনার। সেখানেই সিএবি কর্তাদের সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে বৈঠক করবেন। বৈঠকের পর পুরো ইডেন গার্ডেন্স পরিদর্শন করবেন পুলিশ কমিশনার। লালবাজার সূত্রে খবর, ইডেনে করা হতে পারে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। স্টেডিয়ামের বাইরের পরিধি থেকে শুরু করে প্রবেশদ্বার এবং দর্শক আসন পর্যন্ত থাকবে বিশেষ নজরদারির বন্দোবস্ত।
আরও পড়ুনঃ মহম্মদ শামির হয়ে এবার ব্যাট ধরলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, নির্বাচকদের বড় কথা বলে দিলেন দাদা!
ম্যাচ চলাকালীন মাঠের বাইরে ও ভিতরে থাকবে জোরদার নিরাপত্তা। দর্শকদেরও আনা হবে নিরাপত্তা বলয়ের মধ্য। প্রতিটি দর্শককে অন্তত দু’বার করে মেটাল স্ক্যানারের মাধ্যমে তল্লাশি করা হবে। মাঠের ভিতর ও বাইরে থাকবে সাদা পোশাকের পুলিশ। ম্যাচ চলাকালীনও দর্শকদের গতিবিধিতে নজর রাখবে পুলিশ আধিকারিকরা। কোনও রকম ব্যাগ নিয়ে স্টেডিয়ামে প্রবেশ নিষিদ্ধ।
