TRENDING:

‘‘ আফ্রিদি আমার হবু সন্তানের বাবা ! ’’

Last Updated:

ভোপালের এই মডেল এর আগেও দাবি করেছেন যে আফ্রিদি তাঁর সঙ্গে রাত কাটিয়েছেন। এ বার প্রায় বিস্ফোরণ ঘটিয়ে বললেন, ‘‘শাহিদ আফ্রিদি ছ’মাস পরই আমার বাচ্চার বাবা হতে চলেছে।’’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ভোপাল:   ভারতে এসে এতদিন এদেশের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন পাক অধিনায়ক শাহিদ আফ্রিদি ৷ এর জন্য নিজের দেশেই তাঁকে কড়া সমালোচনার সম্মুখীন হতে হলেও এতদিন তা নিয়ে গা করেননি তিনি ৷ কিন্তু এবার হঠাৎই তাঁর মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন এদেশেরই এক মহিলা ৷ তিনি পেশায় মডেল এবং অভিনেত্রী ৷ ভোপালের বাসিন্দা ওই মডেলের নাম আরশি খান ৷ তাঁর দাবি আফ্রিদি তাঁর হবু সন্তানের বাবা !
advertisement

ভোপালের এই মডেল এর আগেও দাবি করেছেন যে আফ্রিদি তাঁর সঙ্গে রাত কাটিয়েছেন। এবার নতুন বোমা ফাটালেন, ‘‘শাহিদ আফ্রিদি ছ’মাস পরই আমার বাচ্চার বাবা হতে চলেছে।’’ যা শুনে বিশ্বকাপ কভার করতে আসা পাক মিডিয়ার প্রতিনিধিরা প্রায় উড়িয়েই দিলেন এই দাবি। তাঁদের বক্তব্য, ‘আফ্রিদি এমন মানুষই নন। ’

advertisement

আরশি ইউটিউবে নিজের একটি ভিডিও আপলোড করে দাবি করেছেন, ‘‘আফ্রিদি এমনিই বলেনি যে ভারতে ও বেশি ভালবাসা পায়। সেই ভালবাসা তো ওকে আমি দিয়েছি। তাই ওর বাচ্চার মা হতে চলেছি আমি। ভোপালের ‘দামাদ’ হতে চলেছে ও।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/খেলা/
‘‘ আফ্রিদি আমার হবু সন্তানের বাবা ! ’’