যেহেতু রাজকুমার ডান হাতি, তাই বাঁ হাতে ক্রিকেট প্রশিক্ষণ নেওয়ার প্র্যাকটিস করবেন। কিছুদিনের মধ্যে বাবা হওয়ার কথা রাজকুমারের। পরিবারকে সময় দেওয়ার পরই কলকাতা এসে সৌরভের সঙ্গে থাকবেন পর্দার সৌরভ।
কিংবদন্তি ক্রিকেটারদের নিয়ে বায়োপিক এই প্রথম নয়! এর আগে কপিল দেব, এমএস ধোনির বায়োপিক দেখা গিয়েছে। এর আগে পর্দায় তিরাশির বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন কপিল দেবের চরিত্র পর্দায় ফুটিয়ে তুলতে বিশ্বকাপজয়ী ক্যাপ্টেনের বাড়িতে দশ দিন কাটিয়েছিলেন রণবীর সিং। সুশান্ত সিং রাজপুত পর্দার ধোনি হওয়ার আগে ক্যাপ্টেন কুলের সঙ্গে সময় কাটান। এবার একই কাজ করতে চলেছেন রাজকুমার রাও।
advertisement
আরও পড়ুন- ক্যানসারে আক্রান্ত বিশ্বকাপজয়ী অধিনায়ক, মাইকেল ক্লার্ক দিলেন চরম খারাপ খবর
একজন ক্রিকেটারের জীবনশৈলী, রোজনামচা হুবহু নকল করাটা সহজ কাজ নয়। আর এই কঠিন কাজটা করার আগে কিংবদন্তি ক্রিকেটারের সঙ্গে সময় কাটাবেন অভিনেতা। দুর্গা পুজো কাটলেই একমাসের জন্য কলকাতায় আসছেন অভিনেতা। বেশ অনেকটা সময় থাকবেন মহারাজের সঙ্গে।
সিনেমায় সৌরভ এবং ডোনার প্রেমের পর্ব খুব গুরুত্বপূর্ণ। সেই কারণে আজ সৌরভ এবং ডোনার বাড়িতে দীর্ঘক্ষণ রেইকি করেন সিনেমার ডিরেক্টর-সহ গোটা দল। আজ অনেকটা সময় গোটা টিম সৌরভের বেহালার বাড়িতে সময় কাটায়। তবে পর্দার ডোনা কে হবেন, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।