মধ্যপ্রদেশের পাহাড় প্রমাণ ৪০৩ রানের টার্গেট তাড়া করতে নেমে বাঁ-হাতি অভিষেক দুর্দান্ত শুরুটা করেন৷ ৪৯ বল খেলে ১০৪ রান করে ফিরে যান অভিষেক৷ যদিও তাঁর এই শতরান টিমের প্রয়োজনে কাজে এল না৷ পঞ্জাবকে ১০৫ রানে হেরেই টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হল৷ সূর্যকুমার চলতি টুর্নামেন্টেই ৫০ বলে ১০০ করে বিরাটকে টপকে ছিলেন৷ বিরাট ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫২ বলে ১০০ করেছিলেন৷ তালিকায় সবার ওপরে আছেন ভারতের বিশ্বকাপ জয়ী প্রাক্তন অলরাউন্ডার ইউসুফ পাঠান৷ ২০০৯-১০ মরসুমে বিজয় হাজারে ট্রফিতে তিনি ৪০ বলে ১০০ করেছিলেন৷ এই রেকর্ড এখনও অক্ষত৷ পাঠানের পরেই রইলেন অভিষেক৷
advertisement
বিজয় হাজারের পর ২০ বছরের ক্রিকেটার অভিষেক খেলবেন আইপিএলে৷ ২০১৮ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য অভিষেক৷ দিল্লি ক্যাপিটালস হয়ে হায়দরাবাদে আসেন৷ ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্জাইজি ভিত্তিক লিগে অভিষেক এখনও পর্যন্ত ১৪টি ম্যাচ খেলেছেন৷ ১৭.৮৭-এর গড়ে ১৪৩ রান করেছেন তিনি৷ তাঁর ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর ৪৬৷ বল হাতে তিন উইকেটও নিয়েছেন অভিষেক৷
