শূন্যে উড়ে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার ক্যাচ ধরে প্রশংসার পাত্র হয়েছেন ক্রিকেটার মহলে। গোটা দুনিয়া যাকে স্পাইডারম্যান বলছে সেই অভিষেক পরেলের বাবা বলছেন ছেলেকে আরও প্র্যাকটিস করতে হবে। ছেলের সাফল্যে বেজায় খুশি চন্দননগরের পোড়েল পরিবার।
আরও পড়ুন- আইপিএলের এই লোগো কোন ব্যাটারের শট দেখে তৈরি? ক্রিকেট ভক্ত হলে জেনে নিন
advertisement
হুগলির চন্দননগরের সার্কাস মাঠ সংলগ্ন এলাকায় একটি আবাসনে মা বাবার সঙ্গে থাকেন বছর কুড়ির অভিষেক পড়েল। কানাইলাল বিদ্যামন্দির স্কুল থেকে তাঁর পড়াশোনা।
মাত্র চার বছর বয়স থেকেই উইকেট কিপিং গ্লাভস তার হাতে । একইসঙ্গে ভালো ব্যাটিংও করতে পারে অভিষেক। ২০১৯ এর অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলের সদস্য ছিল অভিষেক। তারপরে রঞ্জি ট্রফিতে দুর্দান্ত ফলাফল। আইপিএল বরাবরই স্বপ্ন ছিল অভিষেকের। অবশেষে মিলেছে সেই সুযোগ।
দিল্লি ক্যাপিটালস-এর অধিনায়ক ঋষভ পন্থের দুর্ঘটনায় আহত হওয়ার তরুণ খেলতে পারছেন না আইপিএলে। সেখানেই ঋষভ পপান্থের জায়গায় উইকেট কিপিং গ্লাভ সাথে নিয়েছেন অভিষেক। কিন্তু কোনওমতেই ঋষভ পন্থের সঙ্গে অভিষেকের তুলনা করতে রাজি নন অভিষেক পোড়েলের বাবা সোমনাথ পড়েল।
আরও পড়ুন- আইপিএলের চিয়ারলিডার হওয়া যায় কীভাবে? কোথায় আবেদন করতে হয়? জেনে নিন
এই বিষয়ে সোমনাথ বাবু জানান, ঋষভ পন্থ যে বড় মাপের প্লেয়ার সেই জায়গায় তাঁর ছেলেকে পৌঁছাতে গেলে এখনও অনেক প্র্যাকটিসের প্রয়োজন। তবে ছেলের সাফল্যে ভেজায় খুশি তার বাবা।
তাঁর বাবার দাবি, যতই প্রেসার এর মধ্যে পড়বে অভিষেক ততই আরো ভালো খেলবে। শুধুমাত্র উইকেট কিপিং নয়, ভালো ব্যাটিংও করতে পারে তাঁর ছেলে। তিনি আশাবাদী সুযোগ আসলে ব্যাট হাতেও দলের হয়ে নিজের যোগ্যতা প্রমাণ করবে অভিষেক।
রাহী হালদার