সোহেল এই বিতর্কিত মন্তব্য করেন, সেই একই অনুষ্ঠানে প্রাক্তন অধিনায়ক জাভেদ মিয়াঁদাদও ছিলেন। এবং তাঁকে দেখেও মনে হয়, সোহেলের কথায় তাঁর সায় রয়েছে। মিয়াঁদাদও এব্যাপারে সোহেলকে সমর্থনই করেছেন বলে জানা যাচ্ছে ৷ এই বিষয় পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদকে সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করা হলেও তাঁকেও অত্যন্ত বিরক্ত দেখায় ৷ তিনি বলেন, ‘‘পাকিস্তানি ক্রিকেটারদের সমালোচনা ছাড়া আর কিছুই করেন না মিয়াঁদাদ। তাই তাঁকে জয় উৎসর্গ করার কোনও প্রশ্নই ওঠে না।’’ সরফরাজের এই মন্তব্যের পর থেকেই খেপে গিয়েছেন মিয়াঁদাদ-ঘনিষ্ঠ সোহেল বলে পাক মিডিয়ার ধারণা।
advertisement
পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের দিনই মিয়াঁদাদের জন্মদিন ছিল ৷ কিন্তু সেদিন নিজেদের জয় প্রাক্তন এই পাক ক্রিকেটারকে উৎসর্গ করতে চাননি সরফরাজ ৷কিন্তু এরপরই অবশ্য সোহেলের মন্তব্য ঝড় তুলেছে গোটা বিশ্বে ৷ চাপে পড়ে অবশ্য নিজেই ড্যামেজ কন্ট্রোলে নেমেছেন সোহেল ৷ তিনি বলেন, ‘‘আমাকে ভুল বোঝা হচ্ছে। যা বলা হচ্ছে সেটা নয়, আমি কিন্তু বলতে চেয়েছিলাম, ওরা ফাইনালে উঠেছে সমর্থকদের প্রার্থনা ও ঈশ্বরের আশীর্বাদে। বাইরের শক্তি বলতে এটাই বলতে চেয়েছি।’’