এই সিরিজে ভারতীয় দলের অধিনায়কত্ব করবেন শুভমান গিল। চোট কাটিয়ে তিনিও দলে ফিরেছেন এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত। ওপেনিংয়ে শুভমান গিল ও রোহিত শর্মার জুটি নামা প্রায় নিশ্চিত। তবে বাঁহাতি তরুণ ওপেনার যশস্বী জয়সওয়ালের প্রথম ওয়ানডেতে সুযোগ পাওয়া কঠিন বলেই মনে করা হচ্ছে। তাঁকে হয়তো পরের ম্যাচগুলোর জন্য অপেক্ষা করতে হতে পারে।
advertisement
ব্যাটিং অর্ডারে তিন নম্বরে বিরাট কোহলির নাম একপ্রকার পাকা। সম্প্রতি বিজয় হাজারে ট্রফিতে দুর্দান্ত শতরান করে নিজের ফর্মের প্রমাণ দিয়েছেন কোহলি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শুরু থেকেই বড় ইনিংস খেলতে মুখিয়ে রয়েছেন তিনি। চার নম্বরে নামবেন শ্রেয়স আইয়ার, যিনি চোট কাটিয়ে এই সিরিজেই আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করছেন।
মিডল অর্ডারে উইকেটকিপার হিসেবে ঋষভ পন্থের বদলে কেএল রাহুলকে অগ্রাধিকার দেওয়া হতে পারে। ভারতীয় দলে বর্তমানে দু’জন উইকেটকিপার থাকলেও রাহুলের অভিজ্ঞতাকেই গুরুত্ব দিচ্ছে টিম ম্যানেজমেন্ট। পন্থকে ব্যাকআপ উইকেটকিপার হিসেবে রাখা হয়েছে বলে জানা গিয়েছে।
অলরাউন্ড বিভাগে তিনজন ক্রিকেটারকে সুযোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর ও নীতিশ কুমার রেড্ডি—এই ত্রয়ী দলের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন। ব্যাট ও বল—দু’দিকেই অবদান রাখার ক্ষমতার জন্যই তাঁদের উপর ভরসা করছে দল।
বোলিং আক্রমণে পেস বিভাগে মহম্মদ সিরাজ ও আর্শদীপ সিংয়ের খেলা প্রায় নিশ্চিত। স্পিন আক্রমণের দায়িত্ব নিতে পারেন কুলদীপ যাদব। যদি সুন্দর ও জাদেজা দু’জনকেই খেলানো হয়, তবে হর্ষিত রানার প্রথম একাদশে জায়গা পাওয়া কঠিন হবে। সব মিলিয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে শক্তিশালী একাদশ নামানোর প্রস্তুতি নিয়েই এগোচ্ছে টিম ইন্ডিয়া।
আরও পড়ুনঃ Shreyas Iyer: ভয়ঙ্কর বাউন্সার সজোরে গিয়ে লাগল শ্রেয়স আইয়ারের হেলমেটে! তারপর যা ঘটল….
এক ঝলকে দেখে নিন প্রথম এদিনের ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ: শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, নীতিশ কুমার রেড্ডি, অর্শদীপ সিং, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব।
