Shreyas Iyer: ভয়ঙ্কর বাউন্সার সজোরে গিয়ে লাগল শ্রেয়স আইয়ারের হেলমেটে! তারপর যা ঘটল....
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Shreyas Iyer: নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজের আগে টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক শ্রেয়াস আইয়ার বিজয় হাজরে ট্রফিতে খেলতে নেমে আলোচনায় উঠে এলেন। চোট কাটিয়ে ফেরার পর মুম্বই দলের নেতৃত্বও দিচ্ছেন তিনি।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজের আগে টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক শ্রেয়াস আইয়ার বিজয় হাজরে ট্রফিতে খেলতে নেমে আলোচনায় উঠে এলেন। চোট কাটিয়ে ফেরার পর মুম্বই দলের নেতৃত্বও দিচ্ছেন তিনি। হিমাচল প্রদেশের বিরুদ্ধে ৮২ রানের দুর্দান্ত ইনিংস খেলে আত্মবিশ্বাসের সঙ্গে প্রত্যাবর্তন করেছিলেন আইয়ার। এরপর দ্বিতীয় ম্যাচে পঞ্জাবের বিরুদ্ধে জয়পুরে মাঠে নামেন মুম্বই অধিনায়ক, যেখানে এক ভয়ঙ্কর মুহূর্তের সাক্ষী হন তিনি ও ক্রিকেট প্রেমীরা।
ম্যাচে চার নম্বরে ব্যাট করতে নেমে প্রথম বলেই গুরুতর চোটের আশঙ্কা তৈরি হয় শ্রেয়স আইয়ারের। পঞ্জাবের বোলারের করা একটি ভয়ঙ্কর বাউন্সার প্রত্যাশার চেয়ে নিচু হয়ে সরাসরি আইয়ারের হেলমেটে আঘাত করে। বলের গতি এতটাই বেশি ছিল যে, হেলমেট না থাকলে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। কিছুক্ষণ চিকিৎসার পর মাঠেই ফিরে আসেন আইয়ার এবং মানসিক দৃঢ়তার পরিচয় দিয়ে সেই একই বোলারকে চার মেরে নিজের জবাব দেন।
advertisement
এর আগে টস জিতে মুম্বই প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। পঞ্জাবের শুরুটা খুব একটা ভালো হয়নি। ৬৫ রানের মধ্যেই চারটি উইকেট হারায় তারা। তবে রমনদীপ সিং ও অনমোলপ্রীতের অর্ধশতরানের ভর করে কোনওরকমে ২১৬ রান তুলতে সক্ষম হয় পঞ্জাব। এই মাঝারি স্কোর ডিফেন্ড করার চ্যালেঞ্জ ছিল তাদের বোলারদের সামনে।
advertisement
advertisement
রান তাড়া করতে নেমে মুম্বইও শুরুতেই ধাক্কা খায়। যদিও সরফরাজ খান মাত্র ২০ বলে ৬৩ রান করে ম্যাচকে একতরফা করার ইঙ্গিত দেন। কিন্তু শেষপর্যন্ত নাটকীয় মোড় নেয় ম্যাচ। গুরনূর সিং ও ময়াঙ্ক মারকাণ্ডের দুর্দান্ত বোলিংয়ে মুম্বাইয়ের ব্যাটিং ধসে পড়ে। দু’জনেই ৪টি করে উইকেট নিয়ে পাঞ্জাবকে মাত্র ১ রানে রোমাঞ্চকর জয় এনে দেন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 09, 2026 5:12 PM IST








