আগামী বছর ইস্টবেঙ্গলে খেলার কথা ছিল দেবজ্যোতির। নবদ্বীপ সেবক সমিতি এবং কৃষ্ণনগর সেন্ট্রাল ক্লাবের মধ্যে খেলা চলছিল বেলপুকুর মাঠে। সেখানে তাঁর বুকে বল লাগে। মাঠেই পড়ে যায় দেবজ্যোতি। বমি করতে থাকে সে। সঙ্গে সঙ্গে ধুবুলিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। শারীরিক অবস্থার অবনতি দেখে কৃষ্ণনগর শক্তিনগর হাসপাতালে স্থানান্তরিত করার নির্দেশ দেয়।
advertisement
কিন্তু সেই হাসপাতালে পৌঁছলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। রেলওয়ে এফসি কোচ রাজু দত্ত দেবজ্যোতির শারীরিক দুর্বলতা ছিল না। অত্যন্ত দক্ষ ফুটবলার এবং ভাল মানুষ ছিল সে। ফুটবলারটির আকস্মিক মৃত্যুতে ময়দানে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের এক মাত্র সন্তান দেবজ্যোতি। অভাবের সংসার চলত তাঁর উপার্জনেই। রেলওয়ে এফসি কর্তৃপক্ষ এবং আইএফএ তরফ থেকে দেবজ্যোতির পরিবারকে কিছুটা হলেও সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে।
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 19, 2022 9:59 PM IST