TRENDING:

RCB vs PBKS: আরসিবিকে ফাইনালে তুলল কেকেআরের দুই প্রাক্তনী! হাত কামড়াচ্ছে নাইটরা?

Last Updated:

RCB vs PBKS: একতরফা ম্যাচে আইপিএলের প্রথম প্লেঅফে পঞ্জাব কিংসকে উড়িয়ে দিয়ে ফাইনালে জায়গা পাকা করে নিয়েছে আরসিবি। ব্যাটে-বলে কোনও লড়াই দিতে পারেনি লিগ পর্বে টেবিল টপ করা শ্রেয়স আইয়ারের দল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
একতরফা ম্যাচে আইপিএলের প্রথম প্লেঅফে পঞ্জাব কিংসকে উড়িয়ে দিয়ে ফাইনালে জায়গা পাকা করে নিয়েছে আরসিবি। ব্যাটে-বলে কোনও লড়াই দিতে পারেনি লিগ পর্বে টেবিল টপ করা শ্রেয়স আইয়ারের দল। আরসিবির ৮ উইকেটে জয় ও ফাইনালের টিকিট পাকা করার পিছনে দুই প্রাক্তন কেকেআর প্লেয়ারের বড় অবদান রয়েছে। একজন ফিল সল্ট ও অপরজন সূয়াশ শর্মা।
News18
News18
advertisement

রাসেল ও নারিনকে ধরে রাখার জন্য কেকেআর তাদের গত মরশুমেপ সফল ওপেনার ফিল সল্টকে রিটেন করতে পারেনি। ৪০০ বেশি রান করেও বাদ পড়েন ব্রিটিশ তারকা। কিন্তু রাসেলের চূড়ান্ত ব্যর্থতা প্রমাণ করে দিয়ে সল্টকে ধরে রাখলেই হয়তো বেশি ভাল হত। আরসিবির হয়ে মরশুম জুড়ে দুরন্ত ব্যাটিং করেছেন ফিল সল্ট। প্লেঅফ ম্যাচেও অপরাজিত অর্ধশতরানের ইনিংস খেলে আরসিবির ফাইনালের টিকিট নিশ্চিত করেছেন সল্ট। ফলে হাত কামড়ানো ছাড়া কিছু করার নেই কেকেআরের।

advertisement

এছাড়া পঞ্জাব কিংসের বিরুদ্ধে বোলিংয়েও উল্লেখযোগ্য পারফরম্যান্স করেছেন কেকেআরের প্রাক্তন লেগ স্পিনার ও বর্তমানে আরসিবির সূয়াশ শর্মা। মরশুম জুড়ে মোটামুটি ভালই পারফর্ম করেছেন তিনি। কিন্তু প্লেঅফে ৩টি বড় উইকেট শিকার করেন তিনি। মার্কাস স্টয়নি, শশাঙ্ক সিং ও মুশির খানের উইকেট নেন তিনি। ৩ ওভারে ১৭ রান দিয়ে ৩ উইকেট নেন তরুণ লেগ স্পিনার।

advertisement

আরও পড়ুন: MI vs GT: ডু অর ডাই! আইপিএলের এলিমিনেটরে মুম্বই-গুজরাতের হাইভোল্টেজ লড়াই, দুই দলের একাদশে বড় চমক!

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রসঙ্গত, প্রথম প্লেঅফে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় আরসিবি। প্রথম ব্যাট করে মাত্র ১০১ রান অলআউট হয়ে যায় পঞ্জাব। জস হ্যাজেলউড ও সূয়াশ শর্মা ৩টি করে উইকেট নেন। রান তাড়া করতে ১০ ওভারে জয়ের লক্ষ্যে পৌছে যায় আরসিবি। ২৭ বলে ৫৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন ফিল সল্ট। ৮ উইকেটে ম্যাচ জেতে আরসিবি।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
RCB vs PBKS: আরসিবিকে ফাইনালে তুলল কেকেআরের দুই প্রাক্তনী! হাত কামড়াচ্ছে নাইটরা?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল