রাসেল ও নারিনকে ধরে রাখার জন্য কেকেআর তাদের গত মরশুমেপ সফল ওপেনার ফিল সল্টকে রিটেন করতে পারেনি। ৪০০ বেশি রান করেও বাদ পড়েন ব্রিটিশ তারকা। কিন্তু রাসেলের চূড়ান্ত ব্যর্থতা প্রমাণ করে দিয়ে সল্টকে ধরে রাখলেই হয়তো বেশি ভাল হত। আরসিবির হয়ে মরশুম জুড়ে দুরন্ত ব্যাটিং করেছেন ফিল সল্ট। প্লেঅফ ম্যাচেও অপরাজিত অর্ধশতরানের ইনিংস খেলে আরসিবির ফাইনালের টিকিট নিশ্চিত করেছেন সল্ট। ফলে হাত কামড়ানো ছাড়া কিছু করার নেই কেকেআরের।
advertisement
এছাড়া পঞ্জাব কিংসের বিরুদ্ধে বোলিংয়েও উল্লেখযোগ্য পারফরম্যান্স করেছেন কেকেআরের প্রাক্তন লেগ স্পিনার ও বর্তমানে আরসিবির সূয়াশ শর্মা। মরশুম জুড়ে মোটামুটি ভালই পারফর্ম করেছেন তিনি। কিন্তু প্লেঅফে ৩টি বড় উইকেট শিকার করেন তিনি। মার্কাস স্টয়নি, শশাঙ্ক সিং ও মুশির খানের উইকেট নেন তিনি। ৩ ওভারে ১৭ রান দিয়ে ৩ উইকেট নেন তরুণ লেগ স্পিনার।
আরও পড়ুন: MI vs GT: ডু অর ডাই! আইপিএলের এলিমিনেটরে মুম্বই-গুজরাতের হাইভোল্টেজ লড়াই, দুই দলের একাদশে বড় চমক!
প্রসঙ্গত, প্রথম প্লেঅফে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় আরসিবি। প্রথম ব্যাট করে মাত্র ১০১ রান অলআউট হয়ে যায় পঞ্জাব। জস হ্যাজেলউড ও সূয়াশ শর্মা ৩টি করে উইকেট নেন। রান তাড়া করতে ১০ ওভারে জয়ের লক্ষ্যে পৌছে যায় আরসিবি। ২৭ বলে ৫৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন ফিল সল্ট। ৮ উইকেটে ম্যাচ জেতে আরসিবি।