নাদিমের দাপটে এদিন মাত্র ২৮.৩ ওভারই স্থায়ী হয় রাজস্থানের ইনিংস ৷ ৭৩ রানেই গুটিয়ে যায় তারা ৷ সীমিত ওভারের ক্রিকেটে বিশ্বে প্রথমবার আট উইকেট নিয়েছিলেন কিথ বয়েস ৷ এরপর ডেরেক আন্ডারউড, মাইকেল হোল্ডিং, রাহুল সাংভি অনেকেই বিভিন্ন সময় আট উইকেট নিয়ে রেকর্ড ভেঙেছেন ৷ এবার তাঁদের সবাইকে টপকে গেলেন শাহবাজ নাদিম ৷ তবে আন্তর্জাতিক ক্রিকেটে আট উইকেট নেওয়ার নজির একমাত্র শ্রীলঙ্কার প্রাক্তন পেসার চামিন্ডা ব্যাসের ৷ জিম্বাবোয়ের বিরুদ্ধে ২০০১ সালে ১৯ রান দিয়ে ৮ উইকেট নেন তিনি ৷
advertisement
Location :
First Published :
September 20, 2018 6:12 PM IST