চাঁপাবেড়িয়া হাই স্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা শ্রীধর আগে তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত ছিলেন। তবে লকডাউনের পর বাবাকে হারিয়ে সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে জীবিকা হিসেবে বেছে নেন দোকানদারি। বনগাঁ ট বাজারে তাঁর দোকানে শিশুদের জন্য নানা রকম খেলনা থেকে শুরু করে হোমিওপ্যাথির ওষুধপত্র, সবই পাওয়া যায়। তবে এসবের মধ্যে সবচেয়ে বেশি চর্চায় দোকানের একটি পোস্টার- “সততার সঙ্গে সু-বুদ্ধি বিক্রি করা হয়।”
advertisement
আরও পড়ুনঃ শীত পড়তেই পাহাড়ে পর্যটকদের ভিড়! আজ দিনভর কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া, এসে গেল লেটেস্ট আপডেট
শ্রীধর রায় জানিয়েছেন, কয়েক মাস আগেই মানুষের বিভিন্ন পারিবারিক, সামাজিক, মানসিক এমনকি শারীরিক সমস্যায় পরামর্শ দেওয়ার এই ভাবনা মাথায় আসে। তারপরই তিনি ‘সুবুদ্ধি বিক্রি’র ধারণা বাস্তবে প্রয়োগ করেন। সামান্য পারিশ্রমিক নিয়ে তিনি নানা জটিল পরিস্থিতি সামলানোর উপায়, সম্পর্ক-সংক্রান্ত দিকনির্দেশ এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেন।
স্থানীয়দের দাবি, এই অভিনব ‘সুবুদ্ধির ব্যবসা’ ইতিমধ্যেই বেশ জনপ্রিয়। প্রতিদিনই দোকানে ভিড় করেন বহু মানুষ। কারও পারিবারিক অশান্তি, কারও মানসিক সমস্যা, সব ক্ষেত্রেই সমাধানের পথ দেখান শ্রীধর। নিজের পদ্ধতি ব্যাখ্যা করতে তিনি উদাহরণ হিসেবে টেনে আনেন লাদেনের ‘কুবুদ্ধি’ ও এপিজে আব্দুল কালামের ‘সুবুদ্ধি’র প্রসঙ্গ।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয় মহলে শ্রীধর রায়ের সততার সঙ্গে সুবুদ্ধি বিক্রির এই উদ্যোগ এখন রীতিমতো ভাইরাল। অনেকেই বলছেন, মানুষকে ভাল পথে চালানোই আসল বুদ্ধি। সেই ভাবনাকেই অস্ত্র করে সীমান্ত শহরের এই ব্যবসায়ী আজ আলাদা পরিচয় গড়ে তুলেছেন। তাই সুবুদ্ধি চাইলে আপনাকেও যেতে হবে বনগাঁ ট বাজারে।





