TRENDING:

'মাঠে' নেমে পড়লেন তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান! অটোগ্রাফ দিয়ে মন জয় ভোটারদের

Last Updated:

Yousuf pathan: মাঠে নেমে ব্যাট ও টুপিতে অটোগ্রাফ দিয়ে মানুষের মন জয় করে গেলেন তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান। ভোট ঘোষণার পরেই ভোটের জোর নির্বাচনী প্রচার করছেন শাসকদল তৃণমূল কংগ্রেস। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: মাঠে নেমে ব্যাট ও টুপিতে অটোগ্রাফ দিয়ে মানুষের মন জয় করে গেলেন তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান। ভোট দিন-ক্ষণ ঘোষণার পরেই জোর নির্বাচনী প্রচার করছেন শাসকদল তৃণমূল কংগ্রেস।
advertisement

শনিবার দুপুরে কান্দি হ্যালিফক্স ময়দানে কান্দি মহকুমার তিনটি বিধানসভার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কর্মী সভার ডাক দেওয়া হয়। বহরমপুরে পা দেওয়ার পরেই প্রথম কর্মী সভার আয়োজন করা হয় শনিবার।

আরও পড়ুন- কী ছিল, কী হল! কেকেআর ক্যাপ্টেনের ‘এই’ ছবিতে তোলপাড়! লোকে বলছে, জঘন্য

ইউসুফ পাঠানকে দেখার জন্য জনপ্লাবন তৈরি হয় কান্দি হ্যালিফক্স মাঠে। এদিনের এই কর্মী সভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব সরকার, বিধায়ক হুমায়ুন কবির।

advertisement

কর্মী সভায় সবাইকে হাসি মুখেই অটোগ্রাফ দিলেন ইউসুফ পাঠান। ব্যাটে ও টুপিতে এমনকী টি-শার্টেও অটোগ্রাফ দিলেন তিনি। আর সেই অটোগ্রাফ পেয়ে খুশি প্রকাশ করেছেন সকলেই।

তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান জানান, মানুষের উচ্ছাস ছিল দেখার মতো। তবে আমি খুব আপ্লুত আমাকে এখানে প্রার্থী করার জন্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। মানুষের উন্নয়নের জন্য কাজ করতে এসেছি। আমার জন্মভূমি গুজরাট হলেও কর্মভুমি হবে বহরমপুর।

advertisement

আরও পড়ুন- বাবার কাছে হাতে খড়ি, সেই ছেলেই আজ রাজ্যে প্রথম

এছাড়াও তিনি বলেন, ব্যাটসমান যদি পিচে থাকে তা হলে বিপক্ষে বড় বোলার থাকবে। খেলার মাঠে সারাদিন থাকতে হয়। তবে রাজনীতির ময়দানে পরিশ্রম করতে হবে এবং সাধারণ মানুষের মন জয় করতে হবে।

তিনি আরও বলেন, কংগ্রেসের অধীর চৌধুরী পাঁচ বারের সাংসদ। আগামী দিনে এই লোকসভা আসনে বদল আসবে। বদল আনার জন্য আমাকে এখানে প্রার্থী করা হয়েছে। আগামী দিনে এখানে স্পোর্টস অ্যাকাডেমি করা হবে। প্রকৃত শিল্পের জন্য আমার অনেক ভাবনা আছে। আগামী দিনে শ্রমিকদের পাশে দাঁড়িয়ে কাজ করতে চাই।

advertisement

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
'মাঠে' নেমে পড়লেন তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান! অটোগ্রাফ দিয়ে মন জয় ভোটারদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল