ঘটনার দিন বেঙ্গালুরু থেকে বাড়ি ফেরার কথা ছিল তাঁর। কিন্তু তার মাঝেই ঘটে দুর্ঘটনা। সে দিনের সেই ঘটনার মুহূর্ত এখনও তাড়া করে বেড়াচ্ছে সুজলকে। কিছুতেই যেন সেই ঘটনার কথা ভুলতে পারছেন না সে। চোখের সামনে বার বার ভেসে উঠছে সে দিনের হাড়হিম করা দুঃস্বপ্নের স্মৃতি। তাই বরাত জোরে প্রাণে বেঁচে আসা যুবক সিদ্ধান্ত নিয়েছেন আর কোনদিনও ট্রেনে যাত্রা করবেন না তিনি। কাজের জন্য যাবেন না ভিন রাজ্যেও। স্থানীয় এলাকায় এখন যে কাজই পাবেন সেটাই করবেন।
advertisement
আরও পড়ুনঃ বিনা ওষুধে ডায়াবেটিস থেকে মুক্তি! মেনে চলুন শুরু ‘এই’ পদ্ধতি, জীবন বদলে যাবে
অসুস্থ বাবা, সংসার চালাতে তাই ছেলের ওপরেই অনেকটা নির্ভরশীল গোটা পরিবার। ভিন রাজ্যে কাজ করতে গিয়ে উপার্জন করা অর্থের সবই খোয়া গিয়েছে দুর্ঘটনায়। প্রাণ বাঁচিয়ে ঘরের ছেলে যে আবারও ঘরে ফিরেছে তাতেই খুশি মা প্রতিমা রায়। ছোটবেলা থেকে রেল পারে বেড়ে ওঠার সুবাদে, যে আওয়াজ তাঁর সর্বক্ষণের চেনা ছিল। সেই আওয়াজই আজ যেন আতঙ্কে পরিণত হয়েছে। এখনও সারা গায়ে রয়েছে নানা আঘাতের চিহ্ন। কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়েই বাড়তি রোজগারের আশায় যাওয়া ভিন রাজ্যে। এখন সেই দুঃস্বপ্ন কীভাবে কাটিয়ে উঠবেন যুবক সেটাই যেন বুঝে উঠতে পারছেন না।
Rudra Narayan Roy