TRENDING:

ভাঙাচোরা সাইকেলে দেশ ভ্রমণ! সাইকেল চালালেন দশ হাজার কিলোমিটার

Last Updated:

Cycle trip- এই দীর্ঘ যাত্রাপথে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে বলে জানান পিকলু। দু এক জায়গায় বাঘের ভয় দেখা দিয়েছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: দশ মাসে দশ রাজ্যের দশ হাজার কিমি পথ সাইকেল চালিয়ে ঘরের ছেলে ফিরেছে ঘরে। সাইকেল চালিয়ে কেদারনাথ দেখা মায়ের স্বপ্ন ছিল, তা সফল করেছেন তিনি।
advertisement

শুধু কেদারনাথ নয়, দেশের দশ রাজ্য ঘুরে অবশেষে বাড়ি ফিরেছে এলাকার সাইকেল সুপারস্টার, হুগলির ত্রিবেণীর বাসিন্দা সুভাশিষ ঘোষ ওরফে পিকলু। হুগলির ত্রিবেণীর বাসিন্দা সুভাশিষ ঘোষ ওরফে পিকলু। দশ মাস আগে তাঁর ভাঙাচোরা সাইকেল নিয়ে যাত্রা শুরু করেন।তাঁর মা বলেছিলেন, যা সাইকেল নিয়ে কেদার ঘুরে আয়। এরপরই বেরিয়ে পড়েন পিকলু।

শুধু তীর্থস্থান দর্শন না করে গাছ বাঁচান জীবন বাঁচান বার্তা নিয়েও এই ভ্রমণ ছিল তাঁর। ত্রিবেণী থেকে কলকাতা হয়ে শিলিগুড়ি হয়ে নেপাল।সেখানে পশুপতি মন্দির দর্শন। এখান থেকে উত্তরপ্রদেশে অযোধ্যা রাম মন্দির হয়ে উত্তরাখণ্ডের কেদার বদ্রি গঙ্গোত্রী যমুনেত্রী, তার পর হিমাচল প্রদেশ সিমলা কুলু মানালি গিরি গঙ্গা হয়ে পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড় দিল্লি গুড়গাঁও নয়ডা, মাঝে রাজস্থান মধ্যপ্রদেশ হয়ে বিহার ঝাড়খন্ড হয়ে আবার ত্রিবেণী।

advertisement

এই দীর্ঘ যাত্রাপথে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে বলে জানান পিকলু। দু এক জায়গায় বাঘের ভয় দেখা দিয়েছিল। সেখানে টিন বাজিয়ে পথ পেরিয়েছেন। তবে শেষ পর্যন্ত তাঁর উদ্দেশ্য পূরণ হয়েছে। বাড়ি ফিরতেই তাঁকে বন্ধুরা ফুল মালা দিয়ে বরণ করে। পিকলু এখন তাঁদের কাছে সাইকেল সুপারস্টার। কিছুদিনের মধ্যে আবার নতুন যাত্রায় বেরোনোর প্রস্তুতি নিচ্ছেন তিনি।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
জলের দরে সস্তা নাকি পকেটে কোপ? ভাইফোঁটায় ইলিশ কিনতে কালঘাম ছুটবে নাকি মধ্যবিত্তের?
আরও দেখুন

রাহী হালদার

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ভাঙাচোরা সাইকেলে দেশ ভ্রমণ! সাইকেল চালালেন দশ হাজার কিলোমিটার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল