TRENDING:

South 24 Parganas News: প্রত্যন্ত নামখানার যুবক সাহিত্যচর্চায় নতুন দিশা দেখাচ্ছেন

Last Updated:

ধ্রুব বিকাশ মাইতি বকখালির দেবনগর গ্রামের সাহিত্যিক। এই পাঁচটি বইয়ে পাঁচ ধরনের কবিতার স্বাদ মিলবে বলে জানান তিনি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: সাগর সংলগ্ন বকখালি এলাকায় সাহিত্য চর্চায় নতুন দিশা দেখাচ্ছে বছর ২৪-এর যুবক ধ্রুব বিকাশ মাইতি। তাঁর প্রচেষ্টায় এই প্রথম বাংলা ভাষাকে উৎসর্গ করে একসঙ্গে পাঁচটি কবিতার গ্রন্থ প্রকাশ করা হল।
ধ্রুব বিকাশ মাইতি
ধ্রুব বিকাশ মাইতি
advertisement

আরও পড়ুন: এশিয়ার প্রতিযোগীদের হারিয়ে ক্যারাটেতে সোনা শিলিগুড়ির ছেলের

ধ্রুব বিকাশ মাইতি বকখালির দেবনগর গ্রামের সাহিত্যিক। এই পাঁচটি বইয়ে পাঁচ ধরনের কবিতার স্বাদ মিলবে বলে জানান তিনি। প্রথম বইটি ‘অথবা জলচক্র’ আধুনিক কবিতার ছোঁয়া দিয়ে ফুটিয়ে তুলেছেন। দ্বিতীয় বইটি ‘বান্ধবী’, এটি সিরিজ কবিতা সঙ্কলন। তৃতীয় বই ‘পাথর চাপা চিৎকার’। এটি মূলত স্বাধীন গদ্য কবিতা। এছাড়াও ‘বোতাম বিশ্বাসের মতো’ হাইকু কবিতাও কলমে স্থান পেয়েছে।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

তাঁর লেখা’চাঁদ হাতে কুরুক্ষেত্র’ বইটি অনেককে সাহিত্যচর্চায় অনুপ্রাণিত করবে, এমনই অভিমত অনুষ্ঠানে উপস্থিত থাকা অন্যান্য বিশিষ্ট সাহিত্যিকদের। প্রত্যন্ত এলাকার এই তরুণ কবিকে উৎসাহ যোগাতে বই প্রকাশ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সহ-সভাধিপতি শ্রীমন্ত কুমার মালি, নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস, নামখানা থানার ওসি বিভাস সরকার, ফ্রেজারগঞ্জ থানার ওসি রিদ্ধি সরকার সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা। ছেলে ধ্রুব বিকাশ মাইতির এমন সাফল্যে রীতিমত উচ্ছ্বসিত বাবা আলোক বরণ মাইতি ও মা আরতি মাইতি। সামনেই বইমেলা সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যন্ত এলাকার এই যুব কবির উঠে আসাকে যেন কবিতা চর্চায় নতুন দিশা দেখাচ্ছে বলেই মনে করছেন সাহিত্য অনুরাগীরা। যুব এই কবি জানান, আগামী দিনে প্রত্যন্ত এলাকার ছেলে মেয়েদের সাহিত্যচর্চায় বিশেষ সাহায্যের হাত বাড়িয়ে দেবেন তিনি। মোবাইল ছেড়ে যাতে মানুষ কিছুটা ফাঁকা সময় বের করে নিয়ে বইমুখী হয় সেই বার্তাও তুলে ধরা হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এক-একটা ইয়া বড়...লুচি না হাতির পা? মালদহের ঐতিহ্য 'পাতি পায়া লুচি'র চাহিদা আজও অটুট
আরও দেখুন

নবাব মল্লিক

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: প্রত্যন্ত নামখানার যুবক সাহিত্যচর্চায় নতুন দিশা দেখাচ্ছেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল