বৃহস্পতিবার দুর্গাপুজো উপলক্ষে নদিয়ার ধুবুলিয়ার তাতলাবাজারে জলসার আয়োজন হয়েছিল। স্বেচ্ছাসেবকের দায়িত্ব সামলাচ্ছিলেন স্থানীয় বাসিন্দা দুলাল বৈদ্য। অভিযোগ, জলসায় মহিলাদের সঙ্গে অশালীন আচরণ করেন পাশের পলতা গ্রামের কয়েকজন যুবক। দুলাল বৈদ্য ওই যুবকদের থামাতে যান। মহিলাদের সঙ্গে অভ্যবতার প্রতিবাদ করেন তিনি। এরপরেই দুলালকে ব্যাপক মারধর করে পলতা গ্রামের ওই কয়েকজন যুবক।
advertisement
পুজো কমিটির সদস্যরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান দুলালকে। অবস্থার অবনতি হওয়ায় এনআরএসে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। যদিও পরিস্থিতির অবনতিতে রানাঘাটের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শনিবার রাতে মৃত্যু হয় দুলালের।
পলতা গ্রামের অভিযুক্ত যুবককের বিরুদ্ধে ধুবুলিয়া থানায় মামলা দায়ের করেছে মৃত দুলাল বৈদ্যের পরিবার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 15, 2019 1:43 PM IST