পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাশিপুর কলতলা এলাকার বছর তেত্রিশের মানসিক ভারসাম্যহীন যুবতীর সঙ্গে দীর্ঘদিন ধরেই নানান ভয় দেখিয়ে অবৈধভাবে শারীরিক সম্পর্ক করতেন ধৃত যুবক। এমনকী, ওই যুবতী মাসখানেক আগে একটি কন্যা সন্তানের জন্ম দেন। ভয়ে পরিবারের কাউকে ঘটনাটি জানাতে সাহস পায়নি ভারসাম্যহীন যুবতী। মঙ্গলবার হাবড়া থানার দ্বারস্থ হন ভারসাম্যহীন যুবতী এবং তার পরিবার। তাদের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে হাবড়া থানার পুলিশ মঙ্গলবার রাতেই অভিযুক্ত বছর তেত্রিশের সজল বিশ্বাসকে গ্রেফতার করেন।
advertisement
বুধবার সজলকে হাবড়া থানার পক্ষ থেকে বারাসত আদালতে তোলা হয়। পাশাপাশি ভারসাম্যহীন যুবতীর মেডিক্যাল পরীক্ষা করা হয় হাবড়া হাসপাতালে । মানসিক ভারসাম্যহীন মহিলার যে কন্যা সন্তান রয়েছে তারও ডিএনএ পরীক্ষা করা হবে বলে পুলিশের পক্ষ থেকে এমনটাই জানা গিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হাবড়া থানার পুলিশ।