বাল্যবিবাহ মুর্শিদাবাদ জেলা প্রশাসনের কর্তাদের ঘুম উড়িয়ে দিয়েছে। এই পরিস্থিতিতে বাল্যবিবাহ রোধে সচেতনতার পাঠ দিতে জেলা প্রশাসন একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। যদিও বাল্যবিবাহে দাঁড়ি টানা কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনের অলক্ষ্যেই প্রতিদিন বাল্যবিবাহের সংখ্যা বেড়েই চলেছে। লাগাতার বেশ কিছু দিন ধরেই নাবালিকার বিয়ে দিলেই পুলিশ অভিযান করে গ্রেফতার করা হচ্ছে বর থেকে পুরোহিত সকলকেই।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
দেড় মাস আগে এক যুবকের সঙ্গে ১৬ বছরের এক নাবালিকা মেয়ের বিয়ে হয়। বিয়ের দেড় মাস সংসার করলেও এবার গ্রেফতার করা হল এক যুবক ও তার বাবাকে। সঙ্গে বিয়ে হওয়া নাবালিকা মেয়েকে পাঠানো হয় হোমে। আইন অনুযায়ী ১৮ বছরের কম বয়সী মেয়ের সঙ্গে বিয়ে করা শাস্তিযোগ্য অপরাধ। মুর্শিদাবাদ জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত এক মাসে লাগাতার অভিযান চালিয়ে ২০২ টি নাবালিকার বিয়ে রদ করা হয়েছে। এখনও পর্যন্ত ৩৯টি মামলা রুজু করে ৯৭জনকে গ্রেফতার করা হয়েছে।
কৌশিক অধিকারী