TRENDING:

Death: মুম্বইয়ে যাওয়াটাই কাল হল...! আর ফেরা হল না বাড়িতে, মর্মান্তিক মৃত্যু চুঁচুড়ার যুবতীর

Last Updated:

Death: মুম্বইতে গিয়ে রহস্য মৃত্যু চুঁচুড়ার যুবতীর৷ কিছুদিন আগে মুম্বইয়ের একটি যোগা আশ্রমে গিয়েছিল চুঁচুড়া কারবালার বাসিন্দা সঙ্গীতা চক্রবর্তী। সেখানে একটি বাঁধের জলে স্নান করতে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চুঁচুড়া: মুম্বইতে গিয়ে রহস্য মৃত্যু চুঁচুড়ার যুবতীর৷ কিছুদিন আগে মুম্বইয়ের একটি যোগা আশ্রমে গিয়েছিল চুঁচুড়া কারবালার বাসিন্দা সঙ্গীতা চক্রবর্তী। সেখানে একটি বাঁধের জলে স্নান করতে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা যায়।
বিপনচিকার পরিবার এই মৃত্যুকে আত্মহত্যা নয়, “ডাবল মার্ডার” বলে দাবি করেছে। ইউএই পুলিশও এই মামলার তদন্ত করছে।
বিপনচিকার পরিবার এই মৃত্যুকে আত্মহত্যা নয়, “ডাবল মার্ডার” বলে দাবি করেছে। ইউএই পুলিশও এই মামলার তদন্ত করছে।
advertisement

খবর পেয়ে যুবতীর বাবা দিলীপ চক্রবর্তী আজ ভোরে মুম্বইয়ের উদ্দেশ্য রওনা দেন। যুবতীর মৃত্যুর খবরে কারবালায় শোকের ছায়া।

আরও পড়ুন-ভয়ঙ্কর দুঃসময় শেষ…! মঙ্গলের দুরন্ত চালে ৫ রাশি রাজা, লাগবে ‘লটারি’, উপচে পড়বে কাঁড়ি কাঁড়ি টাকা, খুলবে পোড়া কপাল

এ বিষয়ে চুঁচুড়া পুরসভার স্থানীয় কাউন্সিলর ইন্দ্রজিৎ দত্ত বলেন, আমাদের পাড়ার মেয়ে সঙ্গীতা। সে খুব ভাল গান বাজনা করত। আমাদের পাড়ার বিভিন্ন অনুষ্ঠানেও অংশগ্রহণ করেছিল।

advertisement

আরও পড়ুন-রাত ঠিক ৩ টে…! আচমকা দাঁড়িয়ে গেল গৌড় এক্সপ্রেস, হুড়মুড়িয়ে AC কামরায় ঢুকে পড়ল ‘ওরা’, তারপর শুয়ে থাকা যাত্রীদের…

শুনেছি সে মুম্বইতে একটি যোগা আশ্রমে গিয়েছিল। মুম্বইতে তাঁর আত্মীয় রয়েছে বলে জানি। তারাই খবর দেয়। আজ এই খবরটা শুনলাম, খুবই মর্মান্তিক এই ঘটনা। বাঁধের জলে পরে মৃত্যু হয়েছে বলে শুনেছি। কীভাবে এই ঘটনা ঘটল, তার সঠিক তদন্ত হোক সেটাই চাই। যুবতীর বাবা মুম্বই গেছে তার মা জানেনা মেয়ে আর নেই।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সোমনাথ ঘোষ

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Death: মুম্বইয়ে যাওয়াটাই কাল হল...! আর ফেরা হল না বাড়িতে, মর্মান্তিক মৃত্যু চুঁচুড়ার যুবতীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল